সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৫ বিদায়ের পথে। হাতে গোনা কয়েকটা দিন পরই নতুন বছর। স্বাভাবিকভাবেই সকলের চোখেই নতুন স্বপ্ন। পুরনো বছরের ভুলভ্রান্তি শুধরে নিয়ে নতুন করে শুরুর প্ল্যান। কিন্তু যা চাওয়া হয়, তা-ই মেলে? সকল পরিকল্পনাই কি সফল হয়? উত্তর হল, না! জ্যোতিষশাস্ত্র বলে, জীবন কোন খাতে বইবে তা খানিকটা নির্ভর করে গ্রহের উপর। একইভাবে সংখ্যাতত্ত্বও বলে দেয়, কোন বছর কেমন কাটতে পারে জীবন। চলুন আজ জেনে নিন সংখ্যাতত্ত্ব অনুযায়ী ২০২৬ সাল কেমন কাটবে ১ জন্মসংখ্যার জাতকদের।
সংখ্যাতত্ত্ব অনুযায়ী আগামী বছর অর্থাৎ ২০২৬ মঙ্গলের। এই বছরটির মূলাঙ্ক ১ (২+০+২+৬= ১০ অর্থাৎ ১+০=১)। এক সংখ্যাটি হল সূর্যের। তাই সংখ্যাতত্ত্ব বলছে, ১ জন্মসংখ্যার জাতকদের ভালোই কাটবে গোটা বছর। কেরিয়ার থেকে আর্থিক জীবন, কোনও কিছু নিয়েই খুব বেশি চিন্তায় পড়তে হবে না। বরং সাফল্য ধরা দেবে হাতের মুঠোয়। নীতি মেনে সঠিক পদক্ষেপ করলে উন্নতি অনিবার্য। তবে মাথায় রাখতে হবে, অহংকার কিন্তু পতনের কারণ হতে পারে। আত্মবিশ্বাস যেন কোনওভাবে অহংকারের রূপ না নেয়, তাহলে কিন্তু সৌভাগ্য বদলে যেতে পারে দুর্ভাগ্যে।
আয় ব্যাপকহারে বৃদ্ধি না পেলেও অর্থ নিয়ে চিন্তায় পড়তে হবে না। তবে খরচে লাগাম টানতেই হবে, অন্যথায় সঞ্চয় কমে দাঁড়াতে পারে তলানিতে। শরীর স্বাস্থ্য নিয়েও বিশেষ চিন্তার কোনও কারণ নেই। তবে যাদের জীবনে এখনও প্রেমের ফুল ফোটেনি, আগামী বছরভর তাঁদের জন্য প্রেমের মরশুম! তাঁরা এবছর দেখা পেতে পারেন জীবনসঙ্গীর। যারা দীর্ঘদিন ধরে সম্পর্কে কিন্তু বিয়ে পর্যন্ত এগোতে পারেননি, প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার তাঁরা সাতজন্মের বন্ধনে আবদ্ধ হতে পারেন। বিবাহিতদের জন্যও বছরটা শুভ। সব মিলিয়ে ১ জন্মসংখ্যার জাতকদের চিন্তার কোনও কারণ নেই, ২০২৬ সব মিলিয়ে ইতিবাচক তাঁদের জন্য।
প্রতীকী ছবি
[জন্ম সংখ্যা কী? জন্মসংখ্যা হয় ১ থেকে ৯ পর্যন্ত। অর্থাৎ ধরুন, আপনার জন্ম ১৩ তারিখ, সেক্ষেত্রে আপনার জন্ম সংখ্যা হল ১+৩= ৪। একইভাবে যদি আপনার জন্মতারিখ হয় ১৯, তাহলে বার্থ নম্বর হবে ১+৯= ১০। কিন্তু সংখ্যার খেলা ১ থেকে ৯ পর্যন্ত। তাই ১+৯= ১০ (১+০) হবে ১। অর্থাৎ জন্ম সংখ্যা হল ১।]
