shono
Advertisement

ভোটে কেন্দ্রীয় বাহিনীর আরজি, দলীয় কর্মী খুনের কথা উল্লেখ করে রাজ্যপালকে চিঠি অধীরের

'রাজ্য পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ', অভিযোগ শুভেন্দুর।
Posted: 10:30 AM Jun 10, 2023Updated: 10:33 AM Jun 10, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনে অশান্তি হতে পারে, সে আশঙ্কা আগেই প্রকাশ করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। এরপর সন্ধেয় মুর্শিদাবাদের খড়গ্রামে মৃত্যু হয় কংগ্রেস কর্মীর। দলীয় কর্মীর মৃত্যুর পর আরও তৎপর অধীর। এই ঘটনার কথা উল্লেখ করে রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে চিঠি। কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে পঞ্চায়েত নির্বাচনের আরজি জানান তিনি।

Advertisement

অধীর চৌধুরীর চিঠিতে দলীয় কর্মী ফুলচাঁদ শেখের খুনের কথা উল্লেখ করেন। তাঁর অভিযোগ, রাজ্যে জঙ্গলরাজ চলছে। গণতান্ত্রিক পরিকাঠামো কার্যত ভেঙে পড়েছে। তাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানান তিনি।

[আরও পড়ুন: ‘তৃণমূলে নবজোয়ার’ যাত্রার সম্পূর্ণ ৪ হাজার কিলোমিটার, আপ্লুত অভিষেক]

এদিকে, এই খুনের ঘটনার তীব্র নিন্দা করে টুইট করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তিনি লেখেন, “মনোনয়নের প্রথমদিনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা খড়গ্রামে পাঁচ রাউন্ড গুলি চালায়। তাতেই ফুলচাঁদ শেখের মৃত্যু হয়। গুরুতর জখম ৩। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ রাজ্যে নিরাপত্তার বন্দোবস্ত করতে ব্যর্থ।”

ফুলচাঁদের মৃত্যুর সঙ্গে রাজনীতির কোনও যোগসূত্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখে জেলাশাসকের কাছ থেকে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।

[আরও পড়ুন: আবারও সভা-মিছিলে ভিড়, হারানো ভোট কি ফেরাতে পারবে সিপিএম?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement