shono
Advertisement

Breaking News

Suvendu Adhikari

'সেবাশ্রয়ের ট্যাবলেটে হিন্দুদের জন্ম নিয়ন্ত্রণ', বেফাঁস শুভেন্দু, পালটা দিল তৃণমূল

'ভয় পেয়েছে বিজেপি', মন্তব্য তৃণমূলের।
Published By: Tiyasha SarkarPosted: 11:57 AM Dec 30, 2025Updated: 11:57 AM Dec 30, 2025

স্টাফ রিপোর্টার: তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে সেবাশ্রয় প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বললেন, "সেবাশ্রয় শিবিরের ট্যাবলেট খাবেন না, ওতে হিন্দুদের জন্ম নিয়ন্ত্রণের ওষুধ মেশানো আছে।" নিজের বিধানসভা নন্দীগ্রামে সেবাশ্রয় শিবির ঘোষণায় বিজেপি যে প্রবল চাপে পড়ে গিয়েছে বিরোধী দলনেতার কথায় তা প্রমাণিত, দাবি তৃণমূল কংগ্রেসের।

Advertisement

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় রাজ্যের একাধিক জায়গায় সেবাশ্রয়ের আয়োজন করা হচ্ছে। সেই তালিকায় রয়েছে নন্দীগ্রামও। স্বাভাবিকভাবেই বহু মানুষ সেখানে যাবেন। আমজনতাকে, মূলত হিন্দুদের সেবাশ্রয় বিমুখ করতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের এক কর্মসূচিতে তিনি বলেন, "সেবাশ্রয় শিবিরের ট্যাবলেট খাবেন না, ওতে জন্ম নিয়ন্ত্রণের ওষুধ মেশানো আছে। হিন্দু জনসংখ্যা যাতে বৃদ্ধি না পায় সেই কারণে সেবাশ্রয় থেকে জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট বিলি করা হবে। তৃণমূল চায়, নন্দীগ্রামে হিন্দু ভোটার কমে যাক। যে ওখানে কেউ রক্ত পরীক্ষাও করাবেন না।”

শুভেন্দুর এমন মন্তব্যকে প্রবল চাপে পড়ে 'প্যানিক রিয়‍্যাকশন' বলে মন্তব্য করেছে তৃণমূল কংগ্রেস। দলের তরফে তৃণমূল মুখপাত্র বলেন, "বিরোধী দলনেতা যে নন্দীগ্রামে সেবাশ্রয় শিবিরের ঘোষণায় ভয় পেয়েছেন, আগামী ভোটে হারার আতঙ্কে ভুগছেন এই হাস্যকর মন্তব্য থেকেই তার প্রমাণ মিলছে।” তৃণমূলের আরও দাবি, মানুষের চিকিৎসায় সেবাশ্রয় শিবির, তার ওষুধে জন্মনিয়ন্ত্রণ হবে, এটা শুনলে যে কেউ হাসবেন।” বিরোধী দলনেতার বক্তব্যকে চরম অরাজনৈতিক বলেই মন্তব্য তৃণমূলের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে সেবাশ্রয় প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
  • বললেন, "সেবাশ্রয় শিবিরের ট্যাবলেট খাবেন না, ওতে হিন্দুদের জন্ম নিয়ন্ত্রণের ওষুধ মেশানো আছে।"
  • নিজের বিধানসভা নন্দীগ্রামে সেবাশ্রয় শিবির ঘোষণায় বিজেপি যে প্রবল চাপে পড়ে গিয়েছে বিরোধী দলনেতার কথায় তা প্রমাণিত, দাবি তৃণমূল কংগ্রেসের।
Advertisement