রমেন দাস: কমিশনের প্রকাশিত খসড়ায় ভোটার তালিকায় ডানকুনির তৃণমূল কাউন্সিলরকে দেখানো হয়েছে মৃত হিসেবে। তা নিয়ে চর্চা সর্বত্র। ক্ষোভ উগরে দিয়েছেন কাউন্সিলর। এবার এই ঘটনায় ERO-এর কাছে রিপোর্ট তলব করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল।
পূর্ব ঘোষণা মতোই আজ মঙ্গলবার সকালে খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। প্রকাশিত খসড়া তালিকায় প্রায় ৫৮ লক্ষ নাম বাদ পড়েছে। এর মধ্যে রয়েছে মৃত, স্থানান্তরিত, নিখোঁজ, ডুপ্লিকেট ভোটারদের নামও। এই তালিকা প্রকাশের পর থেকে জনমানসে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। এর মধ্যেই দেখা যায়, বাদ দেওয়া হয়েছে ডানকুনির এক তৃণমূল কাউন্সিলরের নাম। কারণ হিসেবে তাঁকে মৃত বলে দেখানো হয়েছে।
খসড়া তালিকা প্রকাশের পর মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। সেখানেই আমজনতার পরবর্তী পদক্ষেপ কী হবে, হিয়ারিং কবে থেকে শুরু, এহেন একাধিক বিষয় খোলসা করেন তিনি। সেখানেই ওঠে জীবিত কাউন্সলরকে মৃত হিসেবে চিহ্নিত করার প্রসঙ্গ। তাতেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, বিষয়টা তিনি শুনেছেন। তবে এখনও নিশ্চিতভাবে জানা নেই ঠিক কী ঘটেছে। তাই ERO-এর কাছে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলেই স্পষ্ট হবে বিষয়টা। প্রসঙ্গত, নাম বাদ দেওয়ার নেপথ্যে রাজনৈতিক চক্রান্ত রয়েছে বলেই দাবি করেছেন ওই কাউন্সিলর।
