shono
Advertisement
Howrah

পাইপলাইনের কাজের জন্য টানা বন্ধ হাওড়া পুরসভায় পানীয় জল, কবে, কখন?

হাওড়া পুরসভার তরফে এদিন বার্তা দিয়ে জানানো হয়েছে।
Published By: Suhrid DasPosted: 07:49 PM Dec 16, 2025Updated: 07:49 PM Dec 16, 2025

অরিজিৎ গুপ্ত, হাওড়া: পানীয় জল সরবরাহ বন্ধ থাকছে হাওড়া পুরসভায়। পাইপলাইনের কাজ-সহ একাধিক কাজ চলবে। সেজন্য জল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হল। কিন্তু কবে থেকে কত দিনের জন্য বন্ধ থাকবে এই পরিষেবা? হাওড়া পুরসভার তরফে এদিন নির্দেশিকা দেওয়া হয়েছে। তাতেই জানানো হয়েছে আগামি বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর দুপুর থেকে এই পরিষেবা বন্ধ থাকবে। ওই দিন বেলা ১টার পর থেকে আর পানীয় জল সরবরাহ হবে না হাওড়া শহরে। শুক্রবার ১৯ ডিসেম্বর ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত ওই পরিষেবা বন্ধ থাকবে বলে খবর।

Advertisement

শুক্রবার সকাল ৬টা থেকে স্বাভাবিকভাবে নির্দিষ্ট সময়েই পানীয় জল সরবরাহ হবে। হাওড়া পুরসভার তরফে এদিন বার্তা দিয়ে জানানো হয়েছে। হাওড়া পুরনিগমের মোট ৫০টি ওয়ার্ড আছে। সবকটি ওয়ার্ডেই জল সরবরাহ বন্ধ থাকবে ওই দীর্ঘ সময়। এজন্য সাধারণ মানুষ সমস্যার সামনে পড়বে। সেজন্য পুরসভার তরফে দুঃখপ্রকাশও করা হয়েছে। কেএমডিএ পদ্মপুকুর জলপ্রকল্প থেকে পানীয় জল সরবরাহ হয়। শহরের বিভিন্ন জায়গার পাইপলাইন সংস্কার, মেরামতির কাজ করা হবে। এছাড়াও পাইপলাইনের আন্ত:সংযোগ, নতুন ভাল্ব প্রতিস্থাপন-সহ একাধিক কাজ করা হবে পুরসভার তরফে। এই বিষয়ে হাওড়া পুরসভার সামাজিক মাধ্যমের পেজ থেকেও বার্তা দেওয়া হয়েছে।

গরমের সময় হাওড়া পুরসভার বিভিন্ন জায়গায় পানীয় জল সরবরাহে সমস্যা দেখা দেয়। পরিশ্রুত পানীয় জল পাওয়ার ক্ষেত্রেও বিভিন্ন জায়গায় সঙ্কট থাকে বলে অভিযোগ। আরও উন্নত মানের পরিষেবার প্রদানের জন্যই পাইপলাইনের এই কাজ হবে বলে খবর।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পানীয় জল সরবরাহ বন্ধ থাকছে হাওড়া পুরসভায়।
  • পাইপলাইনের কাজ-সহ একাধিক কাজ চলবে।
  • সেজন্য জল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হল।
Advertisement