সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখে মাস্ক। জামায় লেখা ‘জীবনের কোনও দাম নেই’। এই বেশেই রাশিয়ার একটি স্কুলে ছুরি হামলা চালাল এক নাবালক। ঘটনায় মৃত্যু হয়েছে বছর দশেকের এক পড়ুয়ার। পাশাপাশি, প্রাণ গিয়েছে স্কুলের নিরাপত্তারক্ষীও। ইতিমধ্যেই অভিযুক্ত ওই নাবালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গিয়েছে, মঙ্গলবার মস্কোর পশ্চিমে ওডিনসোভো জেলায় চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে। এদিন সকালে ওই নাবালক মাস্ক পড়ে এবং হাতে লঙ্কাগুঁড়োর স্প্রে নিয়ে স্কুলে প্রবেশ করার চেষ্টা করে। সেই সময় তার পথ আটকায় নিরাপত্তারক্ষী। এরপরই বচসা বাঁধে দু'জনের মধ্যে। অভিযোগ, রাগের বশে প্রথমে ওই নাবালক নিরাপত্তারক্ষীর চোখে লঙ্কাগুঁড়োর স্প্রে করে। তারপর তাঁর পিঠে ছুরির কোপ মারে। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। পরে তাঁর মৃত্যু হয়। এরপরই নাবালক স্কুলের ভিতরে প্রবেশ করে। ততক্ষণে সেখানে হুড়োহুড়ি পড়ে গিয়েছে। গোটা ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন পড়ুয়া এবং শিক্ষকরা। স্কুলের ভিতরে প্রবেশ করেও তাণ্ডব চালায় ওই নাবালক। অভিযোগ, বছর দশেকের এক পড়ুয়াকে এলোপাথাড়ি কোপায় সে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। আততায়ীর হাত থেকে বাঁচতে স্কুলের একটি কক্ষে নিজেদের বন্দি করে রাখেন শিক্ষক এবং অন্যান্য পড়ুয়ারা।
খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। হাতে নাতে গ্রেপ্তার করা হয় নাবালককে। তবে তাঁর পরিচয় এখনও জানা যায়নি। কী কারণে সে হামলা চালাল, তা-ও এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
