সোমনাথ পাল, বনগাঁ: ঘরের ভিতর থেকে মিলল সদ্য বিবাহিত এক দম্পতির ঝুলন্ত মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাগদায়। দেহদু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বাগদা থানার আষারু পঞ্চায়েতের জিয়ালা গ্রামে। মৃতদের নাম সইফুদ্দিন মণ্ডল ও রেহানা মণ্ডল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবক সইফুদ্দিন ট্রাক চালকের কাজ করত। মাস তিনেক আগে রেহানা নামে বছর উনিশের এক যুবতির সঙ্গে বিয়ে হয় তাঁর। পাড়ার তাদের কারওরই কোনও বদনাম ছিল না। কিন্তু তাঁদের পরিবারে যে অশান্তি চলছিল, তাও জানত পড়শিরা। টাকা নিয়েই চলত নিত্য ঝগড়া। স্থানীয়রা জানিয়েছেন, বুধবার সকাল থেকেই সাড়া ছিল না সইফুদ্দিন ও রেহানার। পরিবারের সদস্যরা ডাকাডাকি করার পরও দরজা খোলেনি তারা। এরপর প্রতিবেশিদের খবর দেওয়া হয়। ভাঙা হয় দরজা। তখনই দেখা যায় ঘরের মধ্যে সিলিং ফ্যান থেকে ঝুলছে দু’জনের দেহ।
[ বনধের দিনে বোমা পড়ল স্কুলেও! চাঞ্চল্য পাণ্ডুয়ায় ]
এরপরই খবর দেওয়া হয় বাগদা থানা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। উদ্ধার করা হয় মৃতদেহ দু’টি। আপাতত দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত৷ পারিবারিক অশান্তির কারণেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। তবে এটি খুন না আত্মহত্যা, সে বিষয়ে এখনও পুলিশের তরফে কিছু জানানো হয়নি। তবে এই ঘটনার পর রেহানার শ্বশুরবাড়িকেই দুষছে বাপের বাড়ির লোকজন। তাদের বক্তব্য, বিয়ের পর থেকেই বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দেওয়া হত রেহানাকে। সেই নিয়ে সংসারে চলছিল তুমুল অশান্তি। সেই চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যাই করেছে রেহানা।
[ স্মৃতি হারানো বৃদ্ধাকে ঘরে ফেরাল রেডিও, কীভাবে জানেন? ]
The post সিলিং ফ্যানে দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার, বাগদায় রহস্যের সন্ধানে পুলিশ appeared first on Sangbad Pratidin.
