shono
Advertisement
Ukraine

বড়দিনের পুতিনের 'মৃত্যুকামনা' জেলেনস্কির! প্রার্থনায় ইউক্রেনের শান্তি ও স্বাধীনতাও

ইউক্রেনে নতুন করে হামলা চালিয়েছে রাশিয়া।
Published By: Anustup Roy BarmanPosted: 09:02 PM Dec 25, 2025Updated: 09:02 PM Dec 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়দিনে যুদ্ধবিধ্বস্ত দেশবাসীর উদ্দশ্যে নিজের বার্তায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের 'মৃত্যু কামনা' করেছেন জেলেনস্কি! যদিও, দেশবাসীর উদ্দেশ্যে নিজের ভাষণে পুতিনের নাম করেননি তিনি। সাম্প্রতিক অতীতে দুই দেশের মধ্যে বেড়েছে উত্তেজনা। ইউক্রেনে নতুন করে হামলা চালিয়েছে রাশিয়া।

Advertisement

পুতিনের নাম না করে জেলেনস্কি বলেন, "আজ আমাদের সকলের একটাই স্বপ্ন। তাঁর মৃত্যু হোক" তিনি আরও বলেন, "কিন্তু আমরা ভগবানের কাছে আর বড় কিছু প্রার্থনা করি। আমরা ইউক্রেনের জন্য শান্তি চাই। আমরা এটার জন্য যুদ্ধ করি, প্রার্থনা করি এবং আমরা এটা আমাদের প্রাপ্য।"

জেলেনস্কি জানিয়েছেন, তারা ইউক্রেনের পূর্ব অংশ থেকে সেনা সরিয়ে নিতে রাজি, যদি রাশিয়া আক্রমণ বন্ধ করে। যদিও, রাশিয়া এখনও ইউক্রেনের ভূখণ্ড ফেরানোর বিষয়ে কিছু জানায়নি। এখনও পর্যন্ত, রাশিয়া লুহানস্কের বেশিরভাগ অংশ এবং দোনেৎস্কের ৭০ শতাংশ দখল করেছে।

বুধবার দক্ষিণ মস্কোর ইয়েলেৎস্কায়া স্ট্রিটের কাছে দুই পুলিশকর্মী দাঁড়িয়ে ছিলেন। সেই সময় তাঁদের সামনে দিয়ে এক যুবক হেঁটে যান। তাঁকে দেখে কোনও কারণে সন্দেহ হয় দুই পুলিশ আধিকারিকের। এরপরই জিজ্ঞাসাবাদের জন্য যুবককে আটক করতে তৎপর হন তাঁরা। তখনই সেখানে ভয়ংকর বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দুই পুলিশ আধিকারিকের। পাশাপাশি, বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন এক সাধারণ নাগরিকও। তাঁর পরিচয় এখনও জানা যায়নি। ইতিমধ্যেই শুরু হয়েছে ঘটনার তদন্ত। নিজের ভাষণে জেলেনস্কি বলেন, "বড়দিনের আগে রাশিয়া দেখিয়ে দিয়েছে তাঁদের আসল রূপ। বড় আক্রমণ, প্রচুর মিসাইল ব্যবহার করেছে রাশিয়া।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পুতিনের 'মৃত্যু কামনা' করেছেন জেলেনস্কি!
  • নিজের ভাষণে পুতিনের নাম করেননি তিনি।
  • সাম্প্রতিক অতীতে দুই দেশের মধ্যে বেড়েছে উত্তেজনা।
Advertisement