shono
Advertisement

চাকরির টোপ দিয়ে ধর্ষণের অভিযোগে ধৃত সিপিএম নেতা

পার্টি অফিসের ভিতরেই রোজ চলত মহিলার উপর অত্যাচার! The post চাকরির টোপ দিয়ে ধর্ষণের অভিযোগে ধৃত সিপিএম নেতা appeared first on Sangbad Pratidin.
Posted: 02:09 PM Dec 23, 2016Updated: 08:45 AM Dec 23, 2016

স্টাফ রিপোর্টার: এক মহিলাকে চাকরি দেওয়ার নাম করে এক বছরেরও বেশি সময় ধরে পার্টি অফিসের মধ্যেই ধর্ষণের অভিযাগে গ্রেফতার হলেন সিপিএমের এক জোনাল সম্পাদক৷ ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের বাপুলিবাজারে সিপিএম পার্টি অফিসে৷

Advertisement

পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহসভাপতি ও জোনাল সম্পাদক রইসুদ্দিন মোল্লাকে বৃহস্পতিবার সন্ধ্যায় এক মহিলাকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ৷

জেলার পুলিশ সুপার সুনীল চৌধুরি জানিয়েছেন, “পার্টি অফিসের মধ্যেই ওই মহিলাকে এক বছরের বেশি সময় ধর্ষণ করা হয়েছে বলে থানায় অভিযোগ৷ বিকেলে অভিযোগ আসতেই সন্ধ্যায় পুলিশ সিপিএম জোনাল সম্পাদক রইসুদ্দিনকে গ্রেফতার করেছে৷” ধর্ষণের পাশাপাশি মুখ বন্ধ রাখার জন্যও অভিযুক্ত পার্টি নেতা হুমকি দিয়েছিল বলে পুলিশকে জানিয়েছেন ধর্ষিতা৷ বস্তুত এই কারণেই তদন্তে নেমে মথুরাপুর থানার ওসি কৌশিক কুণ্ডু ধৃত সিপিএম জোনাল সম্পাদকের বিরুদ্ধে ৩৭৬/৩২৩ এবং ৫০৬ ধারায় মামলা শুরু করেছে৷

আজ, শুক্রবার অভিযুক্ত নেতাকে ডায়মন্ডহারবার আদালতে হাজির করে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ৷ একইসঙ্গে অভিযোগকারিণীর মেডিক্যাল টেস্ট করাতে আদালতের কাছে অনুমতি চাইবে মথুরাপুর থানা৷ জেলা পুলিশ জানিয়েছে, অভিযোগকারিণীর মেডিক্যাল পরীক্ষার পাশাপাশি ম্যাজিস্ট্রেটের কাছেও গোপন জবানবন্দি নেওয়া হবে৷

পার্টির জোনাল সম্পাদক গ্রেফতারের ঘটনাকে ‘রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলা’ বলে এদিন পাল্টা অভিযোগ করেছেন সিপিএম জেলা সম্পাদক সুজন চক্রবর্তী৷

বামজমানায় মথুরাপুরের ‘ত্রাস’ রইসুদ্দিন মোল্লার দাপটে ‘বাঘে-গরুতে এক ঘাটে জল খেত’ বলে অভিযোগ৷ পঞ্চায়েত সমিতির সভাপতি হলেও তিনিই ছিলেন প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়ের দক্ষিণহস্ত৷ কালিকাপুর, গোয়ালবেড়ে এলাকায় তৃণমূলের একাধিক নেতাকে খুন ও বহু বিরোধী কর্মীর বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় যুক্ত থাকার অভিযোগ উঠেছিল এই রইসুদ্দিনের বিরু‌দ্ধে৷ এদিন বিকেলে মথুরাপুর থানায় ওসি কৌশিক কুণ্ডুর কাছে ধর্ষণের অভিযোগ আসতেই সক্রিয় পুলিশ সঙ্গে সঙ্গে গ্রেফতার করেছে রইসুদ্দিনকে৷

মথুরাপুরের ঘোষের চকের বাসিন্দা ওই মহিলা পুলিশকে এফআইআরে বলেছেন, “চাকরি দেওয়ার কথা থাকলেও প্রথমে পার্টি অফিসে নানা কাজে লাগান রইসুদ্দিন৷ দুপুরের দিকে যখন অফিস ফাঁকা হয়ে যেত তখন জোর করে ওই নেতা ধর্ষণ করতেন৷” কাউকে এই শারীরিক সম্পর্কের কথা বললে আর চাকরি হবে না বলেও মাঝে মধ্যে হুমকি দিতেন জোনাল সম্পাদক৷ একবার বাড়ি তৈরি করে দেওয়া হবে বলেও ওই মহিলাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে অভিযোগ৷ পুলিশ সমস্ত অভিযোগই তদন্ত করে দেখছে বলে জেলার পুলিশ সুপার সুনীল চৌধুরি জানিয়েছেন৷

The post চাকরির টোপ দিয়ে ধর্ষণের অভিযোগে ধৃত সিপিএম নেতা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement