সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিশিঠেকের প্রবেশপথে পাপারাজ্জি দেখেই মুখ লুকিয়ে দৌড়! ফের ভাইরাল শাহরুখপুত্রর ভিডিও। সোমবার রাতে সোহেন খানের ছেলে নির্বাণ খানের জন্মদিনের পার্টিতে আমন্ত্রিত ছিলেন আরিয়ান। খানিক রাত বাড়তেই দুই সঙ্গীকে নিয়ে সেখানে পৌঁছন 'ব্যাডস অফ বলিউড' পরিচালক। এদিকে আরিয়ান খান আসার খবর পেয়েই সেখানে জড়ো হয়েছিলেন ছবিশিকারিরা। কিন্তু গাড়িতে থাকাকালীন সেটা টের পেয়েই নামার সময়ে মুখ লুকোন আরিয়ান। নিজেকে আড়াল করেই তড়িৎগতিতে সোজা ঢুকে যান হোটেলে। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্তই নেটভুবনে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, বাদশাপুত্রর বিলাসবহুল গাড়ি থেকে প্রথমে তাঁর দুই বন্ধু নামেন। তৎক্ষণাৎ পাপারাজ্জিদের ভিড় জমলে নিরাপত্তরক্ষীদের তরপে জনৈক চেঁচিয়ে ওঠেন, 'চলো চলো, অনেক হয়েছে!' এরপরই আরিয়ানকে দেখা যায় মুখ নিচু করে গাড়ি থেকে নেমে হোটেলের ভিতরে ছুটতে। ছবিশিকারীরা একাধিকবার হাঁকডাক করলেও তাঁদের সঙ্গে বাক্য বিনিময় তো দূরঅস্ত, মুখ পর্যন্ত দেখাননি 'বলিউড সিম্বা'। যদিও বলিপাড়ার সেলেব সন্তানদের 'পাপারাজ্জি এলার্জি' নতুন নয়। তবে আরিয়ানের ভিডিও দেখে প্রশ্ন উঠেছে, সাম্প্রতিক মধ্যমা প্রদর্শন বিতর্কের জেরেই কি সোমবার রাতে নিশিঠেকের প্রবেশপথে ক্যামেরার সামনে মুখ ঢাকতে বাধ্য হয়েছিলেন তিনি?
একুশ সালের নভেম্বর মাসে প্রমোদতরীর মাদককাণ্ডে নাম জড়ানোয় এক মাস প্রাসাদোপম মন্নত ছেড়ে আরিয়ান খানকে রাত কাটাতে হয়েছিল জেলে। সেই 'অভিশপ্ত অধ্যায়' কাটিয়ে 'ব্যাডস অফ বলিউড'-এর সুবাদে পরিচালক হিসেবে নাম লেখালেও বিতর্ক কিন্তু পিছু ছাড়েনি আরিয়ান খানের। সম্প্রতি বেঙ্গালুরুর এক নিশিঠেকে অশালীন আচরণের অভিযোগ ওঠে 'বলিউড সিম্বা'র বিরুদ্ধে। অভিযোগ, পাবে আগত অতিথিদের উদ্দেশে মধ্যমা প্রদর্শন করেছেন আরিয়ান। যার জেরে বেঙ্গালুরুর পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন ওয়েইজ হুসেইন নামে জনৈক আইনজীবী। অশালীন অঙ্গভঙ্গির কথা উল্লেখ করে অভিযোগ জমা পড়ে কর্নাটকের রাজ্য মহিলা কমিশনেও। যদিও সেই বিতর্কের মাঝেই কলকাতা সফরে এসেছিলেন আরিয়ান। যেখানে টলিউড অভিনেত্রী তৃণা সাহার সঙ্গে গল্পে মশগুল দেখা যায় পরিচালককে। তবে সেই ইভেন্টে ছবিশিকারিদের নিয়ে কোনও ছুঁতমার্গ দেখা যায়নি বাদশাপুত্রর মধ্যে। কিন্তু এবার ক্লাবে ঢোকার আগে কেন পাপারাজ্জিদের দেখে তড়িৎগতিতে দৌঁড় দিলেন? ভিডিও দেখে কৌতূহলী নেটভুবনের একাংশ।
