Advertisement
যৌবনেই বুড়িয়ে যাচ্ছে ত্বক, এই ৬ খাবার সর্বনাশের কারণ নয় তো?
ত্বক ভালো রাখতে কী কী করবেন?
সময়ের আগেই বুড়িয়ে যাচ্ছে ত্বক? কুঁচকে যাচ্ছে মুখচোখের চামড়া? আয়নার সামনে দাঁড়িয়ে মুখভার তন্বীর। ত্বক বিশেষজ্ঞদের দাবি, নানা কুঅভ্যাসের ফলে এই সমস্যা যতদিন যাচ্ছে, ততই যেন বাড়ছে।
অনেকেই আমরা ত্বকের সঠিক যত্ন নিইনা। বাইরে থেকে ঘুরে আসার পর ত্বক পরিষ্কার পর্ব বাদ রাখি। আবার কেউ কেউ বাড়ি থেকে বেরনোর সময় সানস্ক্রিন মাখতেও ভুলে যাই। তার ফলে বাড়ছে ত্বক বুড়িয়ে যাওয়ার সমস্যা।
তবে কারও কারও মতে, শুধু ত্বক পরিচর্যা নয়। খাদ্যাভ্যাসে সামান্য় গণ্ডগোলের প্রভাবেও নাকি অসময়ে বুড়িয়ে যাচ্ছে ত্বক। তাই খাবার খাওয়ার আগে খানিকটা সাবধান হোন। চলুন জেনে নেওয়া যাক কোন কোন খাবার ভুলেও চেখে দেখা উচিত নয়।
আমেরিকান জার্নাল অফ ল্যাবরেটরি মেডিসিনে প্রকাশিত একটি গবেষণা অনুযায়ী, ফ্রেঞ্চ ফ্রাইস ত্বকের শত্রুর মতো। অতিরিক্ত তাপমাত্রায় তৈরি এই ধরনের খাবারের ফলে ত্বকের ক্ষতি হয় সবচেয়ে বেশি। ত্বকের নিচের স্তর থেকে প্রোটিন শুষে নিয়ে ঔজ্জ্বল্য নষ্ট করে। তার ফলে শুষ্ক হয়ে যায় ত্বক।
হোয়াইট ব্রেডও ভুলেও খাওয়া উচিত নয়। এই ধরনের খাবারে থাকে অত্যধিক চিনি, যা শরীরের ক্ষতি করে। আবার ত্বকের ব্যাপক ক্ষতি করে। তাই ভুল করেও হোয়াইট ব্রেড খাবেন না। তার পরিবর্তে ব্রাউন ব্রেড খেতে পারেন। আর না হলে হাতে গড়া আটার রুটিতেই সারতে পারেন পেটপুজো।
রক্তে আচমকা শর্করার মাত্রা বৃদ্ধিতে সাধারণত নানা ক্ষতি হয়। চিনিই হল সে সমস্ত ক্ষতির মূল কারণ। ত্বকের যত্ন নিতে চাইলে অত্যধিক মিষ্টিজাতীয় খাবার না খাওয়াই ভালো। চিনি দেওয়া চা-ও হতে পারে বিপজ্জনক। তাই চিনি খাওয়া কমান। তবে একেবারে একদিনে চিনি খাওয়া ছাড়বেন না। তাতে রক্তে শর্করার মাত্রা একধাক্কায় কমে গিয়ে শারীরিক সমস্যা তৈরি হতে পারে।
অত্যধিক নুনও কিন্তু শরীরের পক্ষে সমান ক্ষতিকারক। বিশেষজ্ঞদের মতে, তাতেও ত্বক অসময়ে বুড়িয়ে যেতে পারে। তবে চিনির মতো নুনও একেবারে একধাক্কায় খাওয়া বন্ধ করে দেওয়া উচিত নয়। তাতে রক্তে সোডিয়ামের মাত্রা আচমকা কমে গিয়ে বিপদ হতে পারে।
হট ডগস, বেকন, সসেজের মতো খাবারদাবার সকলেরই অত্যন্ত প্রিয়। কিন্তু এই খাবারই হতে পারে আপনার বিপদের কারণ। আচমকা বুড়িয়ে যেতে পারে ত্বক। তাই ভুল করেও এই ধরনের খাবার খাবেন না। তাতে ক্ষতি হতে পারে আপনারই।
দুধ খাওয়ার ফলে শরীরে নানা উপকার হয়। আবার ত্বকের বুড়িয়ে যাওয়ার কারণ হতে পারে দুগ্ধজাত নানা খাবারদাবার। যেমন অতিরিক্ত মাখন, পনির, টোফুর ফলে সমস্যায় পড়তে পারেন আপনি।
Published By: Sayani SenPosted: 04:48 PM Dec 15, 2025Updated: 04:48 PM Dec 15, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
