পলাশ পাত্র, তেহট্ট: আগ্নেয়াস্ত্র দেখিয়ে কর্মীদের বেধড়ক মারধর করে পেট্রল পাম্পে লক্ষাধিক টাকার ডাকাতি দুষ্কৃতীদের৷ ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া থানার বামনডাঙায়৷ হামলার জেরে দুজন কর্মী জখম হয়েছেন৷ সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই ঘটনার নিষ্পত্তি করার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা৷
[ আরও পড়ুন: চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, পদ ছাড়লেন বাঁকুড়া পুরসভার উপপ্রধান]
প্রত্যক্ষদর্শীদের দাবি, বৃহস্পতিবার রাত দুটো পঁয়ত্রিশ নাগাদ মুখ ঢাকা অবস্থায় পাঁচজন দুষ্কৃতী বামনডাঙা পেট্রল পাম্পের পিছন দিয়ে ভিতরে ঢুকে পড়ে। তাদের হাতে ছিল ধারাল অস্ত্র৷ তা দেখে পেট্রল পাম্পের কর্তব্যরত কর্মীরা ভয় পেয়ে যান। কিছু বুঝে ওঠার আগে ওই কর্মীদের বেধড়ক মারধর করা হয়। পাম্পের ভিতরে থাকা জিনিসপত্র তছনছ করে এই দলটি টাকা খুঁজতে থাকে। টাকা নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা৷ লুটপাটের সময় মারধরের জেরে একজনে চারটি আঙুল এবং আরেকজনের দুটি আঙুল কেটে যায়। একইসঙ্গে ঘাড়েও চোট লাগে তাঁদের। রতন ঘোষ ও সুদেব সরকার নামে দুজনকে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়৷ পাম্পের মালিক বাসুদেব সাহা বলেন, ‘‘প্রতিদিন দুপুরে পাম্পের উপার্জিত টাকা ব্যাংকে চলে যায়। অন্য দিন গড়ে দুপুরের পর আড়াই লক্ষের বেশি টাকাও থেকে যায় পাম্পে। কিন্তু ঘটনার দিন কত টাকা ছিল তার যথাযথ তথ্য আমার কাছে নেই৷ তবে লক্ষাধিক টাকা তো ছিলই।’’
[ আরও পড়ুন: কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ঘুমন্ত যুবতীর মুখে অ্যাসিড ছুঁড়ল কাকা!]
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) অর্ণব বিশ্বাস-সহ বিশাল পুলিশবাহিনী৷ পেট্রল পাম্পের ভিতরে রক্তের দাগ দেখতে পান আধিকারিকরা৷ চারপাশে ছড়িয়ে থাকতে দেখা গিয়েছে কম্পিউটার-সহ একাধিক আসবাবপত্রও। পুলিশ তদন্তের স্বার্থে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) অর্ণব বিশ্বাস জানিয়েছেন, পাঁচজনের একটি দল ঘটনাস্থল সরেজমিনে খতিয়ে দেখেছেন। লুটপাটের সময় যাঁরা ছিলেন, তাঁদের জিঞ্জাসাবাদ করা হচ্ছে। খুব শীঘ্রই অভিযুক্তদের গ্রেপ্তারির আশ্বাসও দিয়েছেন তিনি৷
The post আগ্নেয়াস্ত্র দেখিয়ে পেট্রল পাম্পে ডাকাতি, দুষ্কৃতীদের মারে জখম ২ কর্মী appeared first on Sangbad Pratidin.
