এসআইআর (Bengal SIR) শুনানির আতঙ্কে ফের বাংলায় মৃত্যুর অভিযোগ উঠল। গত ২৪ ঘণ্টায় হাওড়া ও হুগলিতে আতঙ্কে মৃত্যুর খবর এসেছে! হাওড়ার ডোমজুড়ে মারা গিয়েছেন আজিজুর রহমান শেখ। হুগলির পোলবাতে মৃত্যু হয়েছে শেখ ইসমাইল নামে এক বৃদ্ধের এছাড়াও শুনানি কেন্দ্রে গিয়ে বেশ কিছু জায়গায় সাধারণ মানুষের অসুস্থ হয়ে যাওয়ার অভিযোগও উঠেছে। এইসব ঘটনা নিয়ে বাড়ছে শাসক-বিরোধী চাপানউতোড়।
জানা গিয়েছে, হাওড়ার ডোমজুড়ের বাসিন্দা ছিলেন বছর ৬০ বয়সের আজিজুর রহমান শেখ। গত শনিবার এসআইআর (Bengal SIR) শুনানিতে চিঠি পেয়েছিলেন তিনি। সেই নোটিস পেয়েই তিনই অসুস্থ হয়ে পড়েছিলেন বলে অভিযোগ পরিবারের। রবিবার তাঁকে ডোমজুড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে তাঁকে হাওড়া জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। আজ, বৃহস্পতিবার সকালে সেখানেই তিনি মারা যান। এসআইআর আতঙ্কেই তিনি মারা গিয়েছেন, অভিযোগ করেছেন পরিবারের লোকজন।
অন্যদিকে, হুগলির পোলবায় এসআইআর আতঙ্কে ৭০ বছর বয়সী শেখ ইসমাইল মারা গিয়েছেন। তাঁর বাড়ি পোলবার হোসনেবাদ এলাকায়। জানা গিয়েছে, এসআইআরের শুনানির ডাক পেয়েছিলেন তিনিও। তারপর থেকেই তিনি দুশ্চিন্তায় ছিলেন বলে দাবি পরিবারের। সোমবার রাতে ওই বৃদ্ধ প্রবল অসুস্থ হয়ে পড়েছিলেন। তড়িঘড়ি তাঁকে মগরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতার এক হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতালেই তিনি মারা গিয়েছেন বলে খবর। তাঁর মৃত্যুও এসআইআর আতঙ্কে হয়েছে বলে অভিযোগ পরিবারের সদস্যদের।
