shono
Advertisement

ওষুধের পরিবর্তে ডেঙ্গু রোগীকে ঝাড়ফুঁক, বিডিও’র তৎপরতায় শুরু চিকিৎসা

হাসপাতালের নির্দেশ অমান্য করে ঝাড়ফুঁক করানোর সিদ্ধান্ত নেয় পরিবার। The post ওষুধের পরিবর্তে ডেঙ্গু রোগীকে ঝাড়ফুঁক, বিডিও’র তৎপরতায় শুরু চিকিৎসা appeared first on Sangbad Pratidin.
Posted: 04:55 PM Aug 15, 2019Updated: 10:54 AM May 19, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময় এগোচ্ছে, আধুনিক হচ্ছে মানুষ। কিন্তু কুসংস্কার যেন কিছুতেই পিছু ছাড়ছে না। উত্তর ২৪ পরগনার ঘটনায় ফের স্পষ্ট হল সেই ছবিই। ডেঙ্গু আক্রান্ত রোগীর চিকিৎসার পরিবর্তে ওঝা ডেকে বাড়িতে চলল ঝাড়ফুঁক। খবর পেয়ে ওই ডেঙ্গু আক্রান্তের বাড়িতে হাজির হন খোদ বিডিও। তাঁর তৎপরতায় ঝাড়ফুঁক ছেড়ে তড়িঘড়ি হাসপাতালে ভরতি করা হয়৷ 

Advertisement

[আরও পড়ুন:‘ছেলে খারাপ বলে মানতে চায় না মন’, আক্ষেপ খাগড়াগড়কাণ্ডে ধৃত জহিরুলের বাবার]

মাস দেড়েক ধরে উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী এলাকা গুলিতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে। ইতিমধ্যেই মৃত্যুও হয়েছে অনেকের। হাসপাতালগুলিতে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পরিষেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।

এরই মাঝে অন্য ছবি দেখা গেল দেগঙ্গায়। ডেঙ্গু রোগীকে সুস্থ করতে চিকিৎসকদের পরিবর্তে ওঝার উপর ভরসা রাখলেন এক পরিবার। জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার দেগঙ্গার বাসিন্দা অনুপ সর্দার নামে এক ব্যক্তির প্রায় দিন দশেক আগে জ্বর হয়। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রের পরামর্শে রক্তপরীক্ষা করা হলে তাঁর ডেঙ্গু ধরা পড়ে। এরপর বারাসত জেলা হাসপাতালে ভরতি করা হয় অনুপবাবুকে। কিন্তু অবস্থা ক্রমাগত অবনতি হওয়ায় তাঁকে আর জি কর হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকরা।

জানা গিয়েছে, হাসপাতালের নির্দেশ মেনে অনুপবাবুকে আর জি করে স্থানান্তর না করে বাড়িতেই নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানেই ওঝা ডেকে চলে ঝাড়ফুঁক। বিষয়টি নিয়ে কানাঘুষো শুরু হয় এলাকায়। খবর যায় প্রশাসন ও স্থানীয় তৃণমূল নেতৃত্বের কাছে। এরপর বিডিও নিজে হাজির হন অনুপবাবুর বাড়িতে। তিনি সকলকে বোঝান, ডেঙ্গু মোকাবিলায় চিকিৎসার গুরুত্ব ঠিক কতটা। এরপরই ঝাড়ফুঁক বাদ দিয়ে ফের চিকিৎসকের পরামর্শ নেওয়া হবে বলে আশ্বাস দেন অনুপবাবুর পরিবার। এ প্রসঙ্গে দেগঙ্গার বিডিও বলেন, “খবর পেয়ে এসেছিলাম। চিকিৎসার প্রয়োজনীয়তা বোঝালাম। তবে গ্রামাঞ্চলের এই কুসংস্কার মনস্কতা একদিনে দূর করা সম্ভব নয়। ধীরে ধীরে বদলাবে পরিস্থিতি।” 

[আরও পড়ুন: আসানসোলে ছাত্রীকে অপহরণ ও খুনে প্রকাশ্যে বন্ধু-যোগ, গ্রেপ্তার ঘনিষ্ঠ-সহ ৬]

The post ওষুধের পরিবর্তে ডেঙ্গু রোগীকে ঝাড়ফুঁক, বিডিও’র তৎপরতায় শুরু চিকিৎসা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement