নিরুফা খাতুন: দফায়-দফায় বৃষ্টিতে জলমগ্ন শহরের বিভিন্ন এলাকা। তথৈবচ অবস্থা জেলাগুলিতেও। নিম্নচাপের বৃষ্টি থেকে কবে রেহাই পাবে বঙ্গবাসী? দিনভর সেই আলোচনায় মুখর বাস-ট্রাম-অফিস-চায়ের দোকান। বিকেলে বঙ্গবাসীকে আশার খবর শোনাল আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।
তিনি জানিয়েছেন, গভীর নিম্নচাপটি এখনও পুরুলিয়ার উপর অবস্থান করছে। তবে এটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে সরে যাবে। ঝাড়খণ্ডের দিকে সরার সময় নিম্নচাপ দিয়ে আরও দুর্বল হয়ে পড়বে। তবে আগামী ২৪ ঘণ্টায় পুরুলিয়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কমবে বৃষ্টি। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
[আরও পড়ুন: ‘প্রমাণের আগেই দোষী করা হচ্ছে’, সাংসদ নুসরতের ফ্ল্যাট কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন মমতা]
হাওয়া অফিস জানাচ্ছে, বৃহস্পতিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। কমবে বৃষ্টির পরিমাণ। আগামী ২৪ ঘণ্টা তাপমাত্রা একই থাকলেও তারপর থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে। সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে দক্ষিণবঙ্গ থেকে নিম্নচাপের প্রভাব সরে গেলেও উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে বৃষ্টি চলবে। দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
