সঞ্জিত ঘোষ, নদিয়া: গর্ভস্থ শিশুর মৃত্যু হয়েছে ৫ মাস বয়সে। আটমাসেও ডাক্তার জানালেন বাচ্চা সুস্থ! পরবর্তীতে বিষয়টা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়লেন প্রসূতির পরিবার। ব্যাপক ভাঙচুর চালানো হয় হাসপাতালে। দীর্ঘক্ষণ পর পুলিশের উপস্থিতিতে আয়ত্তে আসে পরিস্থিতি। ঘটনাস্থল রানাঘাট (Ranaghat)।
রানাঘাটের ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পূজা রায়। অন্তঃসত্ত্বা হওয়ার পর রানাঘাটের একটি নার্সিংহোমে নিয়মিত দেখাতেন তিনি। চিকিৎসক অনুপম বিশ্বাসের তত্ত্বাবধানে ছিলেন মহিলা। অভিযোগ, আট মাস পর্যন্ত চিকিৎসক জানান বাচ্চা সুস্থ। এদিকে হঠাৎই পেটে ব্যথা শুরু হয় প্রসূতির। এরপরই অন্যত্র আল্টাসোনোগ্রাফি করাতেই জানা যায় আসল তথ্য। প্রসূতির স্বামীর দাবি, আল্ট্রাসোনোগ্রাফি করার পর জানা যায়, শিশুর মৃত্যু হয়েছে ২৬ সপ্তাহে। কিন্তু ডাক্তার অনুপম বিশ্বাস বারবার পরীক্ষা করা সত্ত্বেও তা জানাননি। যার জেরেই প্রবল অসুস্থ প্রসূতি। ভরতি রানাঘাট মহকুমা হাসপাতালে।
[আরও পড়ুন: চায়ের দোকান যেন GK-র ভাণ্ডার! দেশের রাজনৈতিক ব্যক্তিত্বদের নাম, তথ্য মিলবে এখানে]
এরপরই নার্সিংহোমের সামনে বিক্ষোভ দেখায় রোগীর আত্মীয় পরিজনেরা। নার্সিংহোমে ব্যাপক ভাঙচুর করা হয়। হেনস্তা করা হয় অভিযুক্ত চিকিৎসককে। ঘটনাস্থলে যায় রানাঘাট থানার পুলিশ। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত রোগীর বাড়ির তরফে এখনও থানায় লিখিত কোনও অভিযোগ করা হয়নি।