shono
Advertisement

সিপিএম বনাম সিটুর দ্বন্দ্বে ‘সুপার ফ্লপ’জ্বালানির মূল্যবৃদ্ধি রোখার আন্দোলন

নিজেদের দ্বন্দ্বেই বিক্ষত বাম নেতৃত্ব৷ The post সিপিএম বনাম সিটুর দ্বন্দ্বে ‘সুপার ফ্লপ’ জ্বালানির মূল্যবৃদ্ধি রোখার আন্দোলন appeared first on Sangbad Pratidin.
Posted: 05:11 PM May 31, 2018Updated: 05:26 PM May 31, 2018

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: সুনির্দিষ্ট কর্মসূচি৷ সিপিএমের বাধায় সেই কর্মসূচির স্থান পরিবর্তন করতে বাধ্য হল সিটু৷ তাও মাত্র ঘণ্টাখানেক আগে৷ এই নিয়ে সিপিএমর সঙ্গে সিটুর তীব্র কলহ এল প্রকাশ্যে৷ বৃহস্পতিবার দুপুর একটা থেকে সিটুর উদ্যোগে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে দুর্গাপুরে দু’নম্বর জাতীয় সড়ক অবরোধের কর্মসূচি ছিল৷ পুলিশের কাছে এই মর্মে অনুমোদনও নেওয়া হয় বলে খবর৷ কিন্তু, সিপিএমের তীব্র আপত্তিতে স্থান পরিবর্তন করতে বাধ্য হয় বলে সিটুর একাংশের অভিযোগ৷

Advertisement

এদিন দুপুর বারোটা নাগাদ সিটুকে এই স্থান পরিবর্তনের সিদ্ধান্ত জানায় সিপিএম নেতৃত্ব বলে সিটুর দাবি৷ সুনির্দিষ্ট কর্মসূচি আচমকা বাতিল হওয়ায় বেজায় চটে যায় সিটু৷ রীতিমতো বাকবিতণ্ডাও শুরু হয়ে যায় সিটু ও সিপিএম নেতৃত্বের মধ্যে৷  সিটুর অভিযোগ, পুলিশ ও শাসক দলের কাছে অনুমতি না পাওয়ার জন্যেই আপোসের ফর্মুলাকে দলীয় কর্মসূচির উপর প্রয়োগ করে তা বানচালের চেষ্টায় ছিল সিপিএম৷ বিবাদ যে লেগেছে তা সিপিএমের জেলা সম্পাদকের কথাতেও স্পষ্ট৷

 চলতি বছরের মাধ্যমিকের ফলপ্রকাশ ৬ জুন, জানাল মধ্যশিক্ষা পর্ষদ ]

এদিন কর্মসূচি সফল করতে হাজির হয়েছিলেন কর্মীরাও৷ কিন্তু, তারাও এই এক ঘণ্টার নোটিশে স্থান পরিবর্তন নিয়ে প্রবল ক্ষোভ ব্যক্ত করেন৷ সিপিএমের পশ্চিম বর্ধমান জেলার সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায় বলেন,“সিটু তাঁদের এই কর্মসূচি মাত্র দুই দিন আগে আমাদের কাছে জানিয়েছে৷ তাই সমন্বয়ের ভিত্তিতে বা সংগঠিতভাবে এই কর্মসূচি রুপায়ণ সম্ভব হয়নি৷ সিটু নিজের মতো করেই এই প্রতিবাদ কর্মসূচি পালন করেছে৷ বিভিন্ন জায়গায় তা সফলভাবে পালনও হয়েছে৷ দুই জায়গায় জাতীয় সড়ক আটকে প্রতিবাদ হয়েছে৷ দুর্গাপুরে সঠিক কী হয়েছে তা আমার জানা নেই৷” ‘সময়ে’র অভাবেই সিটুর এই কর্মসূচির সফল রুপায়ণ করতে পারেনি সিপিএম, বলে দাবি করছে সম্পাদক৷ আর তার ফলেই সিটুর এই কর্মসূচিকে ফ্লপ করে তাদের ‘শিক্ষা’ দিতে চেয়েছে সিপিএম বলে দলের একাংশের অভিযোগ৷

সিটুর পশ্চিম বর্ধমান জেলার সভাপতি বিনয় চক্রবর্তী বলেন, ‘‘মানুষের সুবিধার কথা ভেবেই জাতীয় সড়ক অবরোধ থেকে পিছিয়ে এলাম আমরা৷” জাতীয় সড়কের বদলে সিটি সেন্টারের শহীদ ক্ষুদিরাম সরণীতে কোনভাবে এই প্রতিবাদ কর্মসূচি সারে সিটু৷ কিন্তু দশ মিনিটের এই অবরোধ কর্মসূচিতেও তো সাধারণ মানুষের সমস্যা হল, তাহলে জাতীয় সড়ক অবরোধে দোষ কি ছিল? এই উত্তর খুঁজছে দলের নিচু তলার কর্মীরা৷ এই দুঃসময়ে সিটু ও সিপিএমের দ্বন্দ্বে দলকে আরও দুর্বল করবে বলেই তাদের অভিযোগ৷

কেন্দ্রীয় বাহিনী নয় মানুষের সমর্থনই বড় কথা, মহেশতলা জয়ে মন্তব্য পার্থর ]

The post সিপিএম বনাম সিটুর দ্বন্দ্বে ‘সুপার ফ্লপ’ জ্বালানির মূল্যবৃদ্ধি রোখার আন্দোলন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement