shono
Advertisement

১৫ মিনিটেই সব বদলে গেল! কান্নায় ভেঙে পড়লেন ভাটপাড়ায় নিহত কিশোরের প্রিয়জন

গুলিতে লুটিয়ে পড়ার পর পুলিশ উদ্ধারে বাধা দেয়, অভিযোগ পরিবারের৷ The post ১৫ মিনিটেই সব বদলে গেল! কান্নায় ভেঙে পড়লেন ভাটপাড়ায় নিহত কিশোরের প্রিয়জন appeared first on Sangbad Pratidin.
Posted: 05:18 PM Jun 22, 2019Updated: 05:18 PM Jun 22, 2019

মণিশংকর চৌধুরি: সময়ের সামান্য অঙ্গুলিহেলনে কত বড় বিপর্যয় যে ঘটে যায়, তা কল্পনারও অতীত৷ সেই কল্পনাই বাস্তব হয়ে ধরা দিল উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়া বাজারের সাউ পরিবারে৷ সামান্য একটা বচসা থেকে কীভাবে মৃত্যুর মতো অন্তিম পরিণতি হতে পারে, দিন চারেক আগে সেটাই প্রত্যক্ষ করেছেন তাঁরা৷ শুধুমাত্র ১৫ মিনিটের এদিক-ওদিকে সাউ পরিবারে ফেলে গিয়েছে চিরশোকের ছাপ৷

Advertisement

[আরও পড়ুন: বিজেপি প্রতিনিধিরা এলাকা ছাড়তেই ফের উত্তেজনা, ভাটপাড়ায় পুলিশকে ঘিরে বিক্ষোভ]

বৃহস্পতিবার সকালে পতাকা নিয়ে সামান্য ঝামেলা থেকে ঘটে গিয়েছে মৃত্যু৷ বলি হয়েছে ১৭ বছরের রামবাবু সাউ৷ শনিবার কাঁকিনাড়া বাজারের কাছে সেই কিশোরের বাড়িতে গিয়ে পরিস্থিতি প্রত্যক্ষ করে এল সংবাদ প্রতিদিন ডিজিটাল টিম৷পরিবারে মা, ভাই, প্রতিবেশী, বন্ধুবান্ধব–কেউই এখনও স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেননি৷ সম্ভবও নয়৷ রামবাবুর মৃত্যু তাদের কাছে বিনা মেঘে বজ্রপাতের মতোই৷ সেদিন ঠিক কী ঘটেছিল? সবটাই শোনালেন তার মা৷

বছর সতেরোর ছেলেটা ওইদিন রাস্তা দিয়ে যাচ্ছিল৷ দুই দলের সংঘর্ষর মাঝে পড়ে যায়৷ সংঘর্ষের মধ্যেই গুলি লাগে রামবাবুর গায়ে৷ রাস্তায় লুটিয়ে পড়ে সে৷ ঘটনাস্থলে তখন পুলিশও ছিল৷ কিন্তু পুলিশ কিছুতেই ছেলেটাকে উদ্ধার করতে দেয়নি বলে তীব্র ক্ষোভে ফেটে পড়লেন রামবাবুর মা৷ জানালেন, ‘১৫ মিনিট ছেলেটা ওই অবস্থায় পড়ে ছিল৷ ঠিক সময়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যেতে পারলে আজ বেঁচে যেত ছেলেটা৷ কিন্তু পুলিশ কাউকে ছুঁতে দিল না৷ নিজেরাও উদ্ধার করল না৷’ বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন রামবাবুর মা৷ সেই চোখের জল অকালপ্রয়াত সন্তানের জন্য, একইসঙ্গে অশ্রুতে ক্ষোভের আগুনও চোখ এড়াল না কারও৷ পুলিশের উপর তীব্র ক্ষোভ, যা নিভছে না কিছুতেই৷

[আরও পড়ুন: পুলিশের গুলিতেই ভাটপাড়ায় মৃত্যু, প্রমাণ পেশ করে দাবি অর্জুন সিংয়ের]

ছেলে কি বিজেপি সমর্থক? প্রশ্ন শুনেই চমকে উঠলেন মা৷ সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানালেন প্রতিবেশী বন্ধু৷ তাঁদের বক্তব্য, ১৭ বছরের ছেলের আবার রাজনৈতিক বোধ কীসের? বিজেপি, তৃণমূল–এসবের মধ্যে কখনোই থাকেনি রামবাবু৷ ঘটনায় আচমকা রাজনীতির রং চড়ায়, তাঁদের ঘরের ছেলের গায়েও লেগে গিয়েছে বিজেপি-র তকমা৷ এটা যেন কিছুতেই মেনে নিচ্ছেন না পরিবার৷ ১৫ মিনিটের ব্যবধান তাঁদের জীবন এলোমেলো করে দিয়েছে৷ যে বিপর্যয়ের ভার কাটাতে পারবেন না কাঁকিনাড়া বাজারের সাউ পরিবার৷    

দেখুন ভিডিও:

The post ১৫ মিনিটেই সব বদলে গেল! কান্নায় ভেঙে পড়লেন ভাটপাড়ায় নিহত কিশোরের প্রিয়জন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement