shono
Advertisement

রোগীর পরিজনের হাতে প্রহৃত অন্তঃসত্ত্বা মহিলা নিরাপত্তারক্ষী, রায়গঞ্জ হাসপাতালে উত্তেজনা

দেখা করতে না দেওয়ায় আক্রমণ, আটক অভিযুক্ত৷ The post রোগীর পরিজনের হাতে প্রহৃত অন্তঃসত্ত্বা মহিলা নিরাপত্তারক্ষী, রায়গঞ্জ হাসপাতালে উত্তেজনা appeared first on Sangbad Pratidin.
Posted: 06:07 PM Jun 20, 2018Updated: 07:01 PM Jun 20, 2018

শঙ্কর কুমার রায়, রায়গঞ্জ: রোগীর পরিজনদের রোষের মুখে চিকিৎসক বা হাসপাতালের কর্মচারীদের পড়ার ঘটনা নতুন নয়৷ মাঝে মাঝেই সংবাদ শিরোনামে উঠে আসে এমন ঘটনা৷ তবে এবার যা ঘটল তাকে অমানবিক বললেও কম বলা হবে৷ এবার রক্ষা পেলেন না অন্তঃসত্ত্বা মহিলা নিরাপত্তারক্ষীরাও৷ এমনই অমানবিক ঘটনার সাক্ষী থাকল রায়গঞ্জের সুপার স্পেশ্যালিটি হাসপাতাল৷

Advertisement

[জমি বিবাদের জেরে সালিশি সভায় ধুন্ধুমার, আহত একই পরিবারের ৩ জন]

ঘটনার সূত্রপাত, বুধবার দুপুরে৷ ওই হাসপাতালের প্রসূতি বিভাগে ভরতি সদ্যোজাত সন্তান ও স্ত্রীকে দেখতে গিয়েছিল নাজির হোসেন। করণদিঘির সাবধান গ্রামের বাসিন্দা এই ব্যক্তি কোনও কারণে দেরি করেই হাসপাতালে যায়৷ তখন পেরিয়ে গিয়েছিল হাসপাতালে রোগীর পরিবারের সাক্ষাতের জন্য নির্ধারিত সময়৷ ফলে তার পথ আটকায় হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত দুই মহিলা নিরাপত্তারক্ষী,  জয়া মণ্ডল ও সোমা ঘোষ সরকার৷ সাক্ষাৎ প্রার্থী নাজির হোসেনকে মহিলা ওয়ার্ডে প্রবেশে বাঁধা দেন তাঁরা। অভিযোগ,  এরপর প্রথমে দুই মহিলা নিরাপত্তারক্ষীর সঙ্গে বচসা শুরু করে ওই ব্যক্তি৷ তারপর তাঁদের উপরে চড়াও হয়ে যায়৷ কার্যত দুই মহিলা রক্ষীকে মারধর শুরু করে।

[দুই বোনের ঝগড়ার জের, বিষ খেয়ে আত্মঘাতী ছাত্রী]

প্রত্যক্ষদর্শীরা জানান, মারতে মারতে ওই দুই মহিলাকে প্রচণ্ড ভাবে ঘায়েল করে অভিযুক্ত নাজির হোসেন। তাকে কোনও ভাবেই আয়ত্তে আনা যাচ্ছিল না৷ ফলে অন্যান্য রোগীর পরিজনরা এসে কোনক্রমে তাঁদের উদ্ধার করেন এবং পালটা গণধোলাই দেয়৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রায়গঞ্জ থানায়৷ ঘটনাস্থল থেকেই অভিযুক্তকে আটক করে পুলিশ৷ আক্রান্ত দুই মহিলা নিরাপত্তারক্ষীকে ভরতি করা হয়েছে রায়গঞ্জ সুপার স্পেশ্যালিটি হাসপাতালে৷ তাঁদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা৷

The post রোগীর পরিজনের হাতে প্রহৃত অন্তঃসত্ত্বা মহিলা নিরাপত্তারক্ষী, রায়গঞ্জ হাসপাতালে উত্তেজনা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement