shono
Advertisement

Breaking News

কালীপুজোর দুপুরে বাজি থেকে বিপত্তি, দাউদাউ করে জ্বলে উঠল বানতলার লেদার কমপ্লেক্স

ভিতরে আটকে পড়েন বেশ কয়েকজন শ্রমিক।
Posted: 04:18 PM Oct 24, 2022Updated: 05:09 PM Oct 24, 2022

দেবব্রত মণ্ডল, বারুইপুর: কালীপুজোর (Kali Puja 2022) দুপুরে বাজি পোড়াতে গিয়ে বিপত্তি। কেমিক্যালের ড্রামে জ্বলন্ত বাজি ছিটকে লাগায় বানতলার লেদার কমপ্লেক্সে বিধ্বংসী অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে দমকলের ১৫ টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন আয়ত্তে আনার চেষ্টা করছেন আধিকারিকরা। কারখানার ভিতরে আটকে পড়েন বেশ কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুজিত বসু (Sujit Basu)।

Advertisement

বানতলা লেদার কমপ্লেক্সের ভিতরে কমবেশি ৬০০ টি কারখানা রয়েছে। তবে কালীপুজো উপলক্ষে বর্তমানে অধিকাংশই বন্ধ। কিন্তু কয়েকজন শ্রমিক রয়ে গিয়েছেন কারখানায়। সোমবার দুপুরে কালীপুজো উপলক্ষে একটি চিনা কোম্পানির সামনে বাজি পোড়াচ্ছিল কয়েকজন। জানা গিয়েছে, কোনওভাবে একটি বাজি ছিটকে গিয়ে লাগে একটি কেমিক্যালের ড্রামে। সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায়। দাউদাউ করে জ্বলতে থাকে। ওই কারখানার ভিতরে প্রচুর পরিমাণে রাসায়নিক পদার্থ মজুত করা ছিল। সেই কারণে মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।

[আরও পড়ুন: কাগজের তৈরি কালী প্রতিমার উচ্চতা মাত্র ১ ফুট! অভিনব শিল্পকর্মে তাক লাগাল খুদে অরণ‌্য]

প্রথমে কারখানার ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। খবর পেয়ে একে একে দমকলের ১৫ টি ইঞ্জিন পৌঁছয় সেখানে। এই অগ্নিকাণ্ডে কারখানার ভিতরে আটকে পড়েন কয়েকজন শ্রমিক। দমকলের আধিকারিকরা প্রথম তাঁদের উদ্ধারের চেষ্টা করে। যদিও কারখানার প্রবেশ পথে আগুন ধরে যাওয়ায় শ্রমিকদের উদ্ধার করতে বেশ বেগ পেতে হয় দমকল আধিকারিকদের। বেশ কিছুক্ষণের চেষ্টায় ১১ জনকে উদ্ধার করা হয়েছে। আগুন আয়ত্তে আনতে আনার হয় হাইড্রোলিক ল্যাডার। বর্তমানে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে বলে খবর। তবে এদিনের অগ্নিকাণ্ডে প্রচুর টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। দমকলের আধিকারিকরা জানিয়েছেন, “কী থেকে এই অগ্নিকাণ্ড তা এখনই বলা সম্ভব নয়। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে, বাজি থেকে এই দুর্ঘটনা।”

[আরও পড়ুন: ‘বিরিয়ানিতে কমছে পুরুষত্ব’, আজব দাবিতে ২টি দোকান বন্ধ করালেন রবীন্দ্রনাথ ঘোষ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার