shono
Advertisement

Breaking News

Barasat

বারাসতের জেলাশাসকের দপ্তরে আগুন, গুরুত্বপূর্ণ নথি পুড়ে যাওয়ার আশঙ্কা

জেলাশাসকের দপ্তরের নিরাপত্তাকর্মীরাই প্রথমে ঘর থেকে ধোঁয়া বেরতে দেখেন।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 11:42 AM Apr 17, 2025Updated: 12:41 PM Apr 17, 2025

অর্ণব দাস, বারাসত: বারাসাত জেলাশালকের দপ্তরের ট্রেজারি ডিপার্টমেন্ট অগ্নিকাণ্ড। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইউনিট। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। তবে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। কীভাবে এই আগুন লাগল তা এখনও জানা যায়নি।   

Advertisement

জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ জেলাশাসকের দপ্তরের নিরাপত্তাকর্মীরাই প্রথমে ট্রেজারির এক নম্বর ঘর থেকে ধোঁয়া বেরতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বারাসত দমকলকে। খবর পেয়ে সেখানে আসে দমকলের একটি ইউনিট। দমকলকর্মীরা এসে লোহার দরজা কেটে ভিতরে ঢোকার চেষ্টা করেন। তারপর শুরু হয় আগুন নেভানোর প্রক্রিয়া। অবশেষে নিয়ন্ত্রণে আসে আগুন। জেলাশাসক দপ্তরের এক কর্মী অভিমন্যু দে জানান, "সকাল থেকেই ধোঁয়া বেরতে দেখছিলেন নিরাপত্তাকর্মীরা। কাজে এসে জানতে পারি, আমাদের অফিসেই আগুন লেগেছে।"

এরপর উত্তর ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক এডিএম (জি) মনীষ মিশ্রা ঘটনাস্থলে আসেন। তিনি জানান, "আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। কীভাবে আগুন লেগেছে সেটা এখনই বলা যাচ্ছে না। ক্ষয়ক্ষতি কতটা হয়েছে তা দেখা হচ্ছে। তবে আমাদের মনে হচ্ছে খুব একটা ক্ষতি হয়নি। সমস্তটাই দেখা হচ্ছে।" এদিকে, সেখানে উপস্থিত কয়েকজন প্রত্যক্ষদর্শী বলছেন, একটি ল্যাপটপ সম্পূর্ণ পুড়ে গিয়েছে। তাতে মজুত বিভিন্ন তথ্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বারাসাত জেলাশালকের দপ্তরের ট্রেজারি ডিপার্টমেন্ট অগ্নিকাণ্ড।
  • খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইউনিট। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি।
  • তবে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। কীভাবে এই আগুন লাগল তা এখনও জানা যায়নি।   
Advertisement