রমণী বিশ্বাস, তেহট্ট: শুক্রবার সকালে তেহট্ট মহকুমা হাসপাতালে অগ্নিকাণ্ড। হাসপাতালের ফার্মাসি বিভাগে আগুন লাগে বলে খবর। চারিদিক ঘন ধোঁয়ায় ছেয়ে যায়। ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগীদের মধ্যে। অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
জানা গিয়েছে, সকাল দশটা নাগাদ হাসপাতালের ওই বিভাগে আগুন লাগে। এখান থেকেই হাসপাতালের আউটডোর বিভাগে ডাক্তার দেখাতে আসা রোগীদের ওষুধ দেওয়া হয়। আগুন দেখতে পেয়ে চিৎকার করতে থাকেন রোগী ও রোগীর আত্মীয়রা। কিছুক্ষণের মধ্যে হাসপাতালে থাকা অগ্নি নির্বাপক যন্ত্রের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনে হাসপাতালেরই কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকলের আধিকারিকরা।
হাসপাতালে ফার্মেসির এক কর্মী জানান, দরজা খুলে তিনি দেখেন দেখেন ফ্যানে আগুন জ্বলছে। হাসপাতালে থাকা অগ্নি নির্বাপক যন্ত্রের মাধ্যমে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ছুটে আসেন হাসপাতালের অন্য কর্মীরা। সকলের চেষ্টাতে কিছু ক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই হাসপাতালে সূত্রে জানা গিয়েছে।
তেহট্ট মহকুমা হাসপাতালের সুপার বাপ্পাদিত্য ঢালি জানান, "আজ সকাল দশটা দশ নাগাদ হাসপাতালের আউটডোরের বাইরের দিকে যেখান থেকে রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়া হয়, সেই ফার্মেসির ঘরে একটি ফ্যানে আগুন ধরে যায়। হাসপাতাল কর্মীরা অগ্নি নির্বাপক যন্ত্রের মাধ্যমে আগুন নিভিয়ে ফেলেন। কোনও ক্ষয়ক্ষতি হয়নি। ফার্মাসিতে আগুন লাগায় আপাতত পাশে অন্য একটি জায়গা থেকে রোগীদের ওষুধ দেওয়া হচ্ছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই।"