shono
Advertisement

মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৪টি বাস, চাঞ্চল্য কৃষ্ণনগরে

দমকলের ৩টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ৷ The post মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৪টি বাস, চাঞ্চল্য কৃষ্ণনগরে appeared first on Sangbad Pratidin.
Posted: 02:27 PM Mar 22, 2019Updated: 02:27 PM Mar 22, 2019

নিজস্ব সংবাদদাতা, তেহট্ট: ভয়াবহ আগুনে পুড়ে গেল চারটি বাস। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও দুটি বাস৷ তবে এখনও হতাহতের কোনও খবর নেই৷ বৃহস্পতিবার, দোলের রাতে কৃষ্ণনগরের নতুন বাসস্ট্যান্ডের এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য৷ অনেকে এতে রহস্যের গন্ধও পাচ্ছেন৷ খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ সত্তর থেকে আশি লাখ টাকা বলে প্রাথমিক অনুমান৷ শুরু হয়েছে তদন্ত৷

Advertisement

প্রার্থী নিয়ে ক্ষোভ চরমে, কোচবিহারে বিজেপির জেলা পার্টি অফিসে ধুন্ধুমার

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে দোল উৎসব উপলক্ষ্যে কৃষ্ণনগর বাসস্ট্যান্ড লাগোয়া বিভিন্ন জায়গায় অনুষ্ঠান চলছিল। রাত পৌনে বারোটা নাগাদ খবর পাওয়া যায়, নতুন বাসস্ট্যান্ডের বাসে আগুন লেগেছে। এই  বাসস্ট্যান্ড থেকে সাধারণত করিমপুরগামী বাস পাওয়া যায়। করিমপুর বাসস্ট্যান্ড নামেই এই স্ট্যান্ডটি বেশি পরিচিত। রাতে এখানে চল্লিশটিরও বেশি বাস থাকে। বাসস্ট্যান্ডের ভিতরে এবং পিছনের দিকে থাকা একটি বাসে আচমকাই আগুন ধরে যায়। দাউদাউ করে জ্বলতে থাকা সেই আগুন ছড়িয়ে পড়ে। এখানে বাসগুলি পরস্পরের থেকে দুই বা চার ফুট  দূরে থাকে। পরপর দাঁড়িয়ে থাকা চারটি বাসে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে৷ গাড়ির চাকা বিকট শব্দে ফাটতে থাকে। দাউদাউ করে জ্বলতে থাকা আগুন বাসস্ট্যান্ডের আশপাশ বাড়িগুলো থেকে নজরে আসে।

খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও বোঝা যায়নি বলে জানাচ্ছেন দমকল এবং পুলিশ আধিকারিকরা৷ তবে প্রাথমিক অনুমান, বাসের ইঞ্জিন গরম হয়ে থাকা কিংবা ব্যাটারির শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। উঠে আসছে দোলের দিন থাকায় বাসের ভিতরে রান্না হচ্ছিল। তা থেকেও আগুন লাগতে পারে। দমকলের আগুন নেভানোর সময় স্টোভ বা ছোট্ট রান্নার গ্যাস ফাটার শব্দ তাতে শোনা গিয়েছে বলেও অনুমান৷ তবে সবটাই এখন তদন্ত সাপেক্ষ৷ ফরেনসিক তদন্তেই কারণটি স্পষ্ট হবে, জানাচ্ছেন দমকলের এক আধিকারিক৷ চারটি বাস ভস্মীভূত হওয়ার পাশাপাশি দুটি গাড়ির কাঁচ, দরজা আংশিকভাবে পুড়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ সত্তর থেকে আশি লাখের কাছাকাছি।

ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে টুইটারে শুভেচ্ছা প্রতিদ্বন্দ্বী দেবের

শুক্রবার সকালে নিরাপত্তার দাবিতে বাসের কর্মীরা স্ট্যান্ডের গেট বন্ধ করে দেন। ঘটনার জেরে কৃষ্ণনগর-করিমপুর রোডে করিমপুরগামী বাস চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ থাকে। ঘটনা প্রসঙ্গে বাস মালিক সমিতির সভাপতি মিঠু ঘোষ ষড়যন্ত্রের সংশয় একেবারে উড়িয়ে দিয়েছেন৷ কোনও অসাবধানতাবশত এ ঘটনা হতে পারে বলে তাঁদের অনুমান৷ তবে এই ঘটনার পর থেকে বাসস্ট্যান্ডের নিরাপত্তায় বাড়তি নজর দেওয়ার সিদ্ধান্ত বাস মালিক সমিতির৷

The post মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৪টি বাস, চাঞ্চল্য কৃষ্ণনগরে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার