shono
Advertisement

Breaking News

নারী দিবসের উপহার, উত্তরবঙ্গের প্রথম মহিলা পরিচালিত ডাকঘর চালু রায়গঞ্জে

রায়গঞ্জ সদর উপ-ডাকঘরের কর্মী শুধু মহিলারাই। The post নারী দিবসের উপহার, উত্তরবঙ্গের প্রথম মহিলা পরিচালিত ডাকঘর চালু রায়গঞ্জে appeared first on Sangbad Pratidin.
Posted: 03:57 PM Mar 06, 2020Updated: 03:57 PM Mar 06, 2020

শংকর কুমার রায়, রায়গঞ্জ: আন্তর্জাতিক নারী দিবসের ঠিক আগেই উত্তরবঙ্গে প্রথম মহিলা পরিচালিত ডাকঘর চালু হল রায়গঞ্জে। শুক্রবার দুপুরে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরের উকিলপাড়ায় সম্পূর্ণ মহিলা কর্মী পরিচালিত রায়গঞ্জ সদর উপ ডাকঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন দিনাজপুর বিভাগের সুপার রাজীবরঞ্জন। এদিন থেকে মহিলা কর্মীদের নিয়ন্ত্রণাধীন একমাত্র ডাকঘরের স্বীকৃতি পেল রায়গঞ্জের এই ডাকঘর। গ্রাহকদের সঙ্গে যাবতীয় লেনদেন সংক্রান্ত পরিবেষার দায়িত্ব এবার থেকে সামলাবেন শুধুই মহিলা কর্মীরা।

Advertisement

উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা মিলে গঠিত দিনাজপুর বিভাগ। তারই অধীনে রয়েছে রায়গঞ্জ মুখ্য ডাকঘর। রায়গঞ্জ মহকুমার অধীনে ডাকঘরের ৮১টি শাখা রয়েছে। এছাড়া রায়গঞ্জ মহকুমায় ১৪টি উপ ডাকঘর। তার মধ্যে উকিলপাড়ার সদর উপ-ডাকঘর দপ্তরটি এদিন থেকে শুধুমাত্র মহিলা পরিচালিত হিসাবে পথচলা শুরু করল।

[আরও পড়ুন: জনমতের ভিত্তিতে তৈরি হবে ইস্তাহার, পুরভোটে নয়া স্ট্র্যাটেজি পুরুলিয়া বিজেপির]

সংশ্লিষ্ট কেন্দ্রীয় দপ্তরের রায়গঞ্জ মহকুমার সহকারী সুপার রবি লামা বলেন, “জেলায় এই প্রথম মহিলা ডাকঘরের উদ্বোধন হল। ডাকঘরের গ্রাহকদের বিভিন্ন পরিষেবায় নিযুক্ত কর্মীরা আজ থেকে শুধুমাত্র মহিলারাই।” তবে মহিলা কর্মী পরিচালিত এই ডাকঘরে পরিষেবা নেওয়ার পাবেন পুরুষরা গ্রাহকরাও। তাতে কোনও সমস্যা নেই। এদিন রায়গঞ্জ সদরের ওই সাব পোস্ট মাস্টার রাজর্ষি সরকার বলেন, “প্রায় আট হাজার গ্রাহক রয়েছেন এই পোস্ট অফিসে। প্রতিদিন শতাধিক গ্রাহক টাকাপয়সা লেনদেনের জন্য নিয়মিত এই পোস্ট অফিসে আসাযাওয়া করেন।”

অবিভক্ত পশ্চিম দিনাজপুর জেলা ১৯৯২ সালে এপ্রিলে বিভক্ত হয়ে উত্তর ও দক্ষিণ দিনাজপুর গঠিত হয়েছে। তবে এখনও প্রধান কার্যালয় দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটেই রয়েছে। দিনাজপুর বিভাগের সুপার রাজীবরঞ্জন বলেন, “নারী দিবসের উপহার হিসাবে রায়গঞ্জে মহিলা কর্মীদের দ্বারা একমাত্র ডাকঘরের উদ্বোধন করা হল। মহিলাদের সুবিধার দিকে খেয়াল রেখেই কেন্দ্রীয় সরকারের এই পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে।” এদিন পোস্ট অফিসের উদ্বোধনে উপস্থিত ছিলেন সার্কেল ইন্সপেক্টর সঞ্জয় ভট্টাচার্য, পোস্ট মাস্টার রাজর্ষি সরকার-সহ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা।

[আরও পড়ুন: রাস্তায় চাপ চাপ রক্ত, পুকুরে উঁকি দিতেই মিলল নিখোঁজ যুবকের ক্ষতবিক্ষত দেহ]

The post নারী দিবসের উপহার, উত্তরবঙ্গের প্রথম মহিলা পরিচালিত ডাকঘর চালু রায়গঞ্জে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement