shono
Advertisement
Bomb Blast

কিনেছিল বোমা মশলা, কাটোয়া বিস্ফোরণ কাণ্ডে ধৃত মূল অভিযুক্ত জামির-সহ ৫

ধৃত জামির মূলত লিঙ্কম্যান হিসেবে কাজ করত, প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।
Published By: Sucheta SenguptaPosted: 02:02 PM Jul 06, 2025Updated: 02:12 PM Jul 06, 2025

ধীমান রায়, কাটোয়া: পরিত্যক্ত বাড়িতে বোমা বাঁধতে গিয়ে কাটোয়ায় বিস্ফোরণ কাণ্ডে এবার পুলিশের জালে মূল অভিযুক্ত। গত ২৪ ঘণ্টায় মূল অভিযুক্ত, লিঙ্কম্যান জামির শেখ-সহ মোট ৫ জনকে গ্রেপ্তার করল পুলিশ। তাদের রবিবার কাটোয়া মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ। বিস্ফোরণ নিয়ে ইতিমধ্যে পুলিশের হাতে যে যে তথ্য এসেছে, তা খতিয়ে দেখে ঘটনার কিনারা করতে ধৃতদের জেরা অত্যন্ত জরুরি বলে দাবি তদন্তকারীদের। এর আগে এই ঘটনায় জখম তুফান চৌধুরীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এনিয়ে ধৃতের সংখ্যা দাঁড়াল ৬।

Advertisement

গত শুক্রবার রাতে কাটোয়ার রাজোয়া গ্রামের এক পরিত্যক্ত মাটির বাড়িতে বোমা বাঁধতে গিয়ে বড়সড় বিস্ফোরণ ঘটে। তাতে মৃত্যু হয় একজনের। জখম অবস্থায় তুফান চৌধুরী নামে একজনকে ভর্তি করা হয় কাটোয়া মহকুমা হাসপাতালে। পুলিশের অনুমান, কাটোয়ায় তুফানের নেতৃত্বে বোমা বাঁধার কাজ চলছিল। বীরভূমের কুখ্যাত দুষ্কৃতী জঙ্গল শেখের সঙ্গে বরাবরই বিরোধিতা রয়েছে তুফানের। ওইদিন রাতে নাকি বীরভূম থেকেও দু,তিনজন এসে বোমা বাঁধার কাজ করছিল। সেসময়ই ঘটে বিস্ফোরণ।

এরপর হাসপাতালে চিকিৎসা চলাকালীন প্রথমে গ্রেপ্তার করা হয় তুফান চৌধুরীকে। তাকে জেরা করে মূল অভিযুক্ত হিসেবে উঠে আসে জামির শেখের নাম। তদন্তে নেমে পুলিশ জামির শেখ, জুমেইদ শেখ, নজরুল মোল্লা, অনুপ কাইম শেখ, আবু তাহেরকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে একজন ওই বাড়ির মালিকের ছেলে বলে জানা গিয়েছে। তবে তদন্তকারীদের বিশেষ স্ক্যানারে জামির শেখ। তার বাড়ি কেতুগ্রামের কাচড়া গ্রামে। সে লিঙ্কম্যান হিসেবে কাজ করত। বোমা বাঁধার কাজে আরও কারা জড়িত, ধৃতদের জেরা করে সেসব জানতে মরিয়া তদন্তকারীরা। বিস্ফোরণে ভেঙে পড়া পরিত্যক্ত মাটির বাড়িটি ঘিরে রাখা হয়েছে সুরক্ষার স্বার্থে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কাটোয়ার রাজোয়া গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার আরও ৫।
  • ধৃতদের মধ্যে রয়েছে মূল অভিযুক্ত, লিঙ্কম্যান জামির শেখও।
Advertisement