shono
Advertisement

Breaking News

Bangladesh

'মুর্শিদাবাদ, দুই দিনাজপুর ওপার বাংলার বলে দাবি করা হবে,' বাংলাদেশ পরিস্থিতিতে আশঙ্কা অধীরের

বাংলায় যাতে হিন্দু-মুসলিম একত্রে সুষ্ঠু ভাবে থাকতে পারে তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপের আর্জি তাঁর।
Published By: Subhankar PatraPosted: 10:09 PM Dec 19, 2024Updated: 10:09 PM Dec 19, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিস্ফোরক দাবি বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরীর। ওপার বাংলায় হিন্দু ও উদারবাদী মুসলিমদের উপর হামলায় সিঁদুরে মেঘ দেখছেন তিনি। আশঙ্কা প্রকাশ করে অধীর বলেন, "এখনই পদক্ষেপ না করলে বঙ্গের সীমান্ত জেলা মালদহ, মুর্শিদাবাদ, দুই দিনাজপুরের অধিকাংশ এলাকা ওপার বাংলার অংশ বলে দাবি করবে বাংলাদেশ।" 

Advertisement

বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির আঁচ বাংলায় এসে পড়েছে। পরবর্তীতে তা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করে কেন্দ্র ও বাংলার সরকারের কাছে তাঁর আবেদন, "এই বিষয় নিয়ে আর ঠুনকো রাজনীতি করবেন না। দেশ শেষ হবে যাবে। বাংলা শেষ হয়ে যাবে। এটা অনেকটা ক্যানসারের মতো। পদক্ষেপ না করলে শরীরে ছড়িয়ে পড়বে।"

পাশাপাশি দেশ স্বাধীন হওয়ার সময় দুদিন তৎকালীন পূর্ব পাকিস্তানের অংশ হিসাবে মুর্শিদাবাদের থাকা নিয়ে এদিন অধীর বলেন, "মুর্শিদাবাদ দুদিন পাকিস্তানের অংশ ছিল। সেই সময় মৌলবাদীরা এই অঞ্চলকে পাকিস্তানের বলে দাবি করেছিল। আজও এখানে মুসলিমরাই সংখ্যাগুরু। এখনই পদক্ষেপ না করলে সেই পরিস্থিতি ফিরতে পারে।" পাশাপাশি মৌলবাদীদের পক্ষ নিয়ে বলতে গিয়ে বর্ষীয়ান রাজনীতিক জানান, "মৌলবাদীরা নিজেদের জায়গা বাড়াতে চাইছে। এই জন্য কমজোরি হিন্দুদের জমিজায়গা ছিনিয়ে নেওয়া হচ্ছে। ওখানে মৌলবাদীদের বসানো হবে।"

এই আশঙ্কাগুলির পাশাপাশি বাংলায় যাতে হিন্দু-মুসলিম একত্রে সুষ্ঠু ভাবে থাকতে পারে সেই সংক্রান্ত পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন তিনি। অধীর বলেন, "এখানে যাতে হিন্দু, মুসলমান সবাই একত্রে বসাবাস করতে পারেন তার ব্যবস্থা করতে হবে। না হলে আজ বাংলাদেশের যা অবস্থা আগামীদিনে বাংলার সেই দশা হতে পারে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিস্ফোরক দাবি বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরীর।
  • ওপার বাংলায় হিন্দু ও উদারবাদী মুসলিমদের উপর হামলায় সিঁদুরে মেঘ দেখছেন তিনি।
  • আশঙ্কা প্রকাশ করে অধীর বলেন, "এখনই পদক্ষেপ না করলে বাংলাদেশ বঙ্গের সীমান্ত জেলা মালদহ, মুর্শিদাবাদ, দুই দিনাজপুরের অধিকাংশ এলাকা ওপার বাংলার অংশ বলে দাবি করবে।" 
Advertisement