shono
Advertisement
Ghatal

জল ভেবে অ্যাসিডে রান্না! ঘাটালে আশঙ্কাজনক একই পরিবারের ৬

ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের রত্নেশ্বরবাটি গ্রামে।
Published By: Kousik SinhaPosted: 10:43 AM Nov 24, 2025Updated: 03:56 PM Nov 24, 2025

শ্রীকান্ত পাত্র, ঘাটাল: জল ভেবে অ্যাসিডেই রান্না! আর সেই খাবার খেয়ে আশঙ্কাজনক একই পরিবারের ছয়জন। তাঁদের মধ্যে দুটি শিশুও রয়েছে বলে খবর। বর্তমানে ছয়জনই এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের রত্নেশ্বরবাটি গ্রামে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান ঘাটাল (Ghatal) পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চানন মণ্ডল। এলাকায় যান পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরাও। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে ভুল করেই এই ঘটনা বলে মনে করা হচ্ছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘাটালের (Ghatal) মনোহরপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের রত্নেশ্বরবাটি গ্রামের বাসিন্দা সন্তু সন্ন্যাসী। তাঁর বাড়িতে তামা-রুপোর কাজ হয়। ফলে বাড়িতে সবসময় অ্যাসিড রাখা থাকত। রবিবার সন্ন্যাসীবাবুর এক আত্মীয় বাড়িতে রাখা অ্যাসিড জলের সঙ্গে ভুল করে ঢেলে দেন। আর তাতেই ভাত, তরকারি রান্না করে ফেলেন। ঘুণাক্ষরেও বুঝতে পারেননি কীভাবে রান্না করছেন। এখানেই শেষ নয়, অ্যাসিড জলে রান্না করা খাবারই সন্ন্যাসীবাবুদের খেতে দিয়েছিলেন। খাবার কিছুক্ষণ পর পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়েন। শুরু হয় অসহ্য পেটে যন্ত্রণা বমি। সঙ্গে সঙ্গে তাঁদের ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ক্রমশ অবস্থার অবনতি হলে ছয়জনকেই কলকাতার পিজি হাসপাতালে রেফার করেন হাসপাতাল কর্তৃপক্ষ। তার মধ্যে দু'টি শিশু রয়েছে।

ঘাটাল পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চানন মণ্ডল জানিয়েছেন, ''সন্ন্যাসীবাবুর এক আত্মীয় ভুল করে বাড়িতে থাকা অ্যাসিড জলে ভাত, তরকারি রান্না করে খেতে দিয়েছিলেন। অসুস্থ হওয়ায় পর ঘটনা জানাজানি হয়। তারপরই তাঁদের ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে কলকাতার পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে।। পরিবারের ছয়জনই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।" অন্যদিকে কীভাবে এই ঘটনা তাও পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  •  অ্যাসিড জলে রান্না! আর সেই খাবার খেয়ে আশঙ্কাজনক একই পরিবারের ছয়জন।
  • তাঁদের মধ্যে দুটি শিশুও রয়েছে বলে খবর।
  • ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের রত্নেশ্বরবাটি গ্রামে।
Advertisement