shono
Advertisement

ঝাড়ফুঁকের নাম করে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ধৃত গুণিন

ধর্ষণ, জোর করে আটকে রাখা এবং খুনের হুমকি-সহ একাধিক অভিযোগ দায়ের হয়েছে। The post ঝাড়ফুঁকের নাম করে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ধৃত গুণিন appeared first on Sangbad Pratidin.
Posted: 04:35 PM Jul 13, 2019Updated: 04:35 PM Jul 13, 2019

দেবব্রত মণ্ডল, বারুইপুর: ঝাড়ফুঁকের নাম করে গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগে এক গুণিনের বিরুদ্ধে। মহিলার অভিযোগের ভিত্তিতে গুণিনকে গ্রেপ্তার করছে কাশীপুর থানার পুলিশ। ধৃতের নাম হামিদ মোল্লা, বাড়ি কাশীপুর থানার কাটাডাঙ্গা গ্রামে। শুক্রবার সন্ধ্যায় ওই ওঝাকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে ধর্ষণ, জোর করে আটকে রাখা এবং খুনের হুমকি-সহ একাধিক অভিযোগ দায়ের হয়েছে কাশীপুর থানায়।

Advertisement

[আরও পড়ুন: মদ্যপ ছেলের ব্যবহারে অতিষ্ঠ, পিটিয়ে খুন করল বাবা]

পুলিশ জানিয়েছে, উত্তর ২৪ পরগনার গাইঘাটার বাসিন্দা এক গৃহবধূর দীর্ঘদিন ধরেই স্বামীর সঙ্গে মনোমালিন্য চলছিল। তাছাড়া তাঁর এক সন্তান প্রায়শই শারীরিক সমস্যায় ভুগত। সেজন্য তিনি কাশীপুর থানা এলাকায় বাপের বাড়িতে এসেছিলেন সমস্যার সমাধান খুঁজতে। শুক্রবার দুপুরে ওই গৃহবধূ যখন তান্ত্রিকের বাড়ি যান তখন হামিদ তাঁর মাকে বাড়ির বাইরে বসিয়ে ওই নির্যাতিতাকে ঘরের মধ্যে একলা নিয়ে যায়। সেখানে জোর পূর্বক ওই মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ। শুধু তাই নয়, এই কথা বাইরে জানাজানি হলে তাঁকে খুন করার হুমকি দেয়। এরপর সন্ধ্যা সাতটা নাগাদ ওই মহিলা সটান চলে আসেন কাশীপুর থানায়। তিনি হামিদ মোল্লার নামে ধর্ষণের অভিযোগ করেন।

মহিলার অভিযোগের ভিত্তিতে হামিদ মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার তাকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। শুরু হয়েছে ঘটনার তদন্ত।

[আরও পড়ুন: সম্পর্কে টানাপোড়েনের জের, প্রেমিকাকে খুনের পর আত্মহত্যার চেষ্টা যুবকের]

The post ঝাড়ফুঁকের নাম করে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ধৃত গুণিন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার