shono
Advertisement

বনধে হাজিরা থাকলে পুজোয় অতিরিক্ত ছুটি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

দুবাই বিমানবন্দর থেকে দেওয়া প্রতিক্রিয়ায় সন্তোষ প্রকাশ করে তিনি জানিয়েছেন, যাঁরা আজ বনধ ব্যর্থ করলেন প্রয়োজনে তাঁদের পুজোয় একদিন অতিরিক্ত ছুটি দেওয়া হতে পারে৷ The post বনধে হাজিরা থাকলে পুজোয় অতিরিক্ত ছুটি, ঘোষণা মুখ্যমন্ত্রীর appeared first on Sangbad Pratidin.
Posted: 10:16 PM Sep 02, 2016Updated: 04:52 PM Sep 02, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোমের পথে থাকলেও রাজ্যের পরিস্থিতির উপর কড়া নজর মুখ্যমন্ত্রীর৷ শুক্রবার বাম শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘট সার্বিকভাবে রাজ্যে ব্যর্থ হওয়ায় সন্তুষ্ট তিনি৷ দুবাই বিমানবন্দর থেকে দেওয়া প্রতিক্রিয়ায় সন্তোষ প্রকাশ করে তিনি জানিয়েছেন, যাঁরা আজ বনধ ব্যর্থ করলেন প্রয়োজনে তাঁদের পুজোয় একদিন অতিরিক্ত ছুটি দেওয়া হতে পারে৷

Advertisement

সারা দেশ জুড়ে ডাকা বনধে সামিল হওয়ার আহ্বান থাকলেও রাজ্যবাসী একরকম প্রত্যাখ্যানই করেছেন এদিনের ধর্মঘট৷ রাজ্যের সর্বত্র জনজীবন ছিল স্বাভাবিক৷ সরকারি অফিসগুলোয় এদিন হাজিরা ছিল প্রায় ৯৫ শতাংশ৷ এছাড়া অন্যান্য কর্মক্ষেত্রেও প্রতিদিনের ব্যস্ততার চেনা ছবির কোনও হেরফের হয়নি৷ কর্মসংস্কৃতি ফেরাতে বনধ সফল না করার ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ এদিন রাজ্যবাসী যেভাবে তাঁর ডাকে সাড়া দিয়েছেন, বনধ ব্যর্থ করতে এগিয়ে এসেছেন, তা দেখে খুশি মুখ্যমন্ত্রী৷ রাজ্যের কর্মসংস্কৃতির ক্ষেত্রে আজকের দিনটিকে ইতিবাচক বিজ্ঞাপন হিসেবেই মনে করছেন তিনি৷ “আজকের বনধ সমর্থন না করার জন্য তরুণ প্রজন্মকে আমার ধন্যবাদ। এটা বাংলার ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক লক্ষণ”, জানান মুখ্যমন্ত্রী৷ সেই সঙ্গে যাঁরা আজ কাজে যোগ দিয়েছেন প্রয়োজনে পুজোর সময় একদিন অতিরিক্ত ছুটি পেতে পারেন বলেও ইঙ্গিত দিয়ে রাখলেন তিনি৷ বনধের সংস্কৃতি প্রত্যাখান করার জন্য দেশের তরুণ প্রজন্মকে অভিনন্দন জানিয়ে এদিন দুবাইয়ে মুখ্যমন্ত্রী আরও জানালেন, “বনধ নেতিবাচক রাজনীতি৷ কোটি কোটি টাকা এর ফলে ক্ষতি হয়৷ আজ বনধকে বন্ধ করার জন্য বাংলার মানুষকে আমার শুভেচ্ছা৷ বনধে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আইন প্রণয়নের পরিকল্পনাও নেওয়া হচ্ছে৷”

কলকাতা থেকে দুবাই হয়ে রোমে পৌঁছবেন মুখ্যমন্ত্রী৷ মাদার টেরিজাকে সেন্টহুড প্রাপ্তির বর্ণময় অনুষ্ঠানে যোগ দিতেই তাঁর এই রোম সফর৷ এদিন দুবাই বিমানবন্দরের লাউঞ্জে কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে একান্তে বৈঠকও করেন মুখ্যমন্ত্রী৷

The post বনধে হাজিরা থাকলে পুজোয় অতিরিক্ত ছুটি, ঘোষণা মুখ্যমন্ত্রীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement