shono
Advertisement
Greater Cooch Behar Democratic Party

অবরোধে বিপুল ক্ষতি, গ্রেটার কোচবিহার নেতার থেকে ৫ কোটি টাকা জরিমানা উত্তর-পূর্ব সীমান্ত রেলের

তবে জরিমানার বিষয়ে গ্রেটার কোচবিহার নেতার কিছু জানা নেই বলেই দাবি তাঁর।
Published By: Sayani SenPosted: 01:41 PM Jan 04, 2025Updated: 01:41 PM Jan 04, 2025

রাজকুমার, আলিপুরদুয়ার: গ্রেটার কোচবিহার পিউপলস অ্যাসোসিয়েশন নেতা বংশীবদন বর্মনের কাছে ৫ কোটি ৬১ লক্ষ টাকা ক্ষতিপূরণ চাইছে উত্তর-পূর্ব সীমান্ত রেল। ইতিমধ্যেই এই ক্ষতিপূরণ দাবি করে চিঠি পাঠানো হয়েছে বংশীবদনকে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশন সুত্রে এই খবর পাওয়া গিয়েছে।

Advertisement

গত ১১ ডিসেম্বর অসম-বাংলা সীমানায় জোড়াই স্টেশনে রেল অবরোধ করেছিল গ্রেটার কোচবিহার পিউপলস অ্যাসোসিয়েশন। অবরোধের জেরে ওইদিন বেশ কয়েকটি ট্রেন বাতিল ও বেশ কিছু ট্রেনকে ঘুরপথে চালিয়েছে রেল। অনেক যাত্রী টিকিট বাতিল করেন। এছাড়া ওই দিন বেসরকারি বাস ভাড়া করে যাত্রীদের পরিষেবাও দিয়েছে রেল। সব মিলিয়ে রেলের ক্ষতি হয়েছে ৫ কোটি ৬১ লক্ষ টাকা। সেই ক্ষতিপূরণ গ্রেটার কোচবিহার পিউপলস অ্যাসোসিয়েশন প্রধান বংশীবদনের কাছে দাবি করেছে রেল। জানা গিয়েছে, ওই অবরোধের পর বংশীবদনকে সমন পাঠিয়েছিল রেলের সুরক্ষা বাহিনী। কিন্তু তাতে বংশীবদন হাজির হননি। রেলও ছাড়ার পাত্র নয়। আর সেই কারণে এবার ৫ কোটি ৬১ লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়ে গ্রেটার কোচবিহার পিউপলস অ্যাসোসিয়েশন প্রধানকে চিঠি পাঠিয়েছে রেল।

রেলের আলিপুরদুয়ার ডিভিশনের সিনিয়র কমার্শিয়াল ম্যানেজার অভয় গণপত সনপ বলেন, “ওইদিন রেল অবরোধের কারণে আমাদের মোট ক্ষতি হয়েছে ৫ কোটি ৬১ লক্ষ টাকা। আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি।” এদিকে, বিষয়টি নিয়ে গ্রেটার কোচবিহার পিউপলস অ্যাসোসিয়েশন নেতা বংশীবদন বর্মন বলেন, “আমি এখন পর্যন্ত হাতে রেলের কোন চিঠি পাইনি। ওরা যা খুশি করুক। চাইলেই ক্ষতিপূরণ দিতে হবে নাকি। আমাদের কোচবিহার রাজ্যের ১৮৬ কোটি মার্কিট ডলার রয়েছে। যে অর্থ কোচবিহার ডেভেলপমেন্ট ফান্ড নামে রাখা আছে। সেই সম্পদ সকলে লুটে খাচ্ছে। আর আমাদের বলছে ক্ষতিপূরণের ৫ কোটি ৬১ লক্ষ টাকা দিতে হবে! ভারতভুক্তির চুক্তি অনুসারে কোচবিহারকে ‘গ’ শ্রেণির রাজ্যের মর্যাদা দিতে হবে।” প্রসঙ্গত, এর আগেও রেল রোকো আন্দোলন করেছে গ্রেটার কোচবিহার পিউপলস অ্যাসোসিয়েশন নেতা। কিন্তু এর আগে এরকম ক্ষতিপূরণ চেয়ে চিঠি পাঠায়নি রেল। তাহলে এবারের এই চিঠি নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে শোরগোল তৈরি হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অবরোধে বিপুল ক্ষতি।
  • গ্রেটার কোচবিহার নেতার থেকে ৫ কোটি টাকা জরিমানা উত্তর-পূর্ব সীমান্ত রেলের।
  • তবে জরিমানার বিষয়ে গ্রেটার কোচবিহার নেতার কিছু জানা নেই বলেই দাবি তাঁর।
Advertisement