shono
Advertisement
West Midnapore

ঘন কুয়াশায় দুর্ঘটনা, কন্টেনারের পিছনে সজোরে ধাক্কায় মৃত্যু অ্যাম্বুল্যান্স চালকের

গুরুতর জখম চারজন হাসপাতালে চিকিৎসাধীন।
Published By: Suhrid DasPosted: 02:07 PM Jan 06, 2025Updated: 03:38 PM Jan 06, 2025

অংশুপ্রতীম পাল, খড়গপুর: রোগী ও তাঁর পরিজনদের নিয়ে দ্রুতগতিতে যাচ্ছিল অ্যাম্বুল্যান্স। ভোরবেলার ঘন কুয়াশায় সামনে দৃশ্যপট খুব একটা পরিষ্কার ছিল না। সামনে থাকা একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনাস্থলেই মারা গেলেন অ্যাম্বুল্যান্স চালক। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার বামনপুকুরের কাছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল সাতটা নাগাদ ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কন্টেনারের পেছনে ধাক্কা মারে ওই অ্যাম্বুল্যান্সটি। দুর্ঘটনাস্থলেই মারা যান ঈশ্বরচন্দ্র সর্দার (৪০) নামে ওই চালক। তাঁর বাড়ি বাঁকুড়ার কোতুলপুর এলাকায়। ওই অ্যাম্বুল্যান্সে থাকা রোগী সহ আরও চারজন গুরুতর জখম হয়েছেন। আহতদের নাম প্রিয়ব্রত রায়, সুব্রত রায়, অবিনাশ রায় ও অজয় মণ্ডল। তাঁদের প্রত্যেকের বাড়ি চন্দ্রকোনা টাউনের তাতারপুর এলাকায়। ওই অ্যাম্বুল্যান্স করে ওড়িশার ভুবনেশ্বর এইমসে চিকিৎসার জন্য যাচ্ছিলেন তাঁরা।

পুলিশের প্রাথমিক অনুমান, ঘন কুয়াশার জেরে চালক সামনের রাস্তা ভালো করে দেখতে পাননি। এদিকে গাড়িটিও বেশি গতিতে ছিল বলে মনে করা হচ্ছে। কন্টেনারটিকে ওভারটেক করতে গিয়ে সেই গাড়িটির পিছনে গিয়ে সজোরে ধাক্কা মারে ওই অ্যাম্বুল্যান্সটি। প্রচণ্ড আওয়াজ শুনে আশপাশ থেকে স্থানীয়রা ছুটে গিয়ে উদ্ধারকাজে হাত লাগান। গাড়ির ভিতর থেকে সকলকে একে একে বার করা হয়। আহতদের প্রথমে উদ্ধার করে দাঁতন গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। পরে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দুর্ঘটনাগ্রস্থ গাড়িদুটিকে আটক করেছে দাঁতন থানার পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রোগী ও তাঁর পরিজনদের নিয়ে দ্রুতগতিতে যাচ্ছিল অ্যাম্বুল্যান্স।
  • ভোরবেলার ঘন কুয়াশায় সামনে দৃশ্যপট খুব একটা পরিষ্কার ছিল না।
  • সামনে থাকা একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা।
Advertisement