shono
Advertisement
Darjeeling

বেড়ানোর মাঝে আচমকা অসুস্থ, দার্জিলিংয়ে প্রাণ গেল হুগলির বাসিন্দার

শীতের ছুটিতে পরিজনদের নিয়ে দার্জিলিং বেড়াতে গিয়েছিলেন তিনি।
Published By: Sayani SenPosted: 04:55 PM Jan 06, 2025Updated: 04:55 PM Jan 06, 2025

ধনরাজ তামাং, দার্জিলিং: বেড়াতে গিয়ে ফের অঘটন। দার্জিলিংয়ে গিয়ে মৃত্যু বাঙালি পর্যটকের। ঘোরার মাঝে আচমকা অসুস্থ হয়ে পড়েন হুগলির বাসিন্দা। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি। শেষমেশ মৃত্যু হয় তাঁর।

Advertisement

মৃত বছর আটান্নর দীপাঞ্জন সাহা। তিনি হুগলির ভদ্রেশ্বরের বাসিন্দা। শীতের ছুটিতে পরিজনদের নিয়ে দার্জিলিং বেড়াতে গিয়েছিলেন। গত শুক্র এবং শনিবার তাঁরা লামাহাটায় ছিলেন। রবিবারে যান দার্জিলিংয়ে। সেখান থেকে ফের লামাহাটা ফেরার পথে বিপত্তি। অসুস্থ হয়ে পড়েন। তাঁকে তড়িঘড়ি দার্জিলিং জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে শেষরক্ষা হয়নি। সোমবার সকালে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান।

তবে কীভাবে মৃত্যু হল দীপাঞ্জনের, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। শারীরিক অসুস্থতা নাকি মৃত্যুর নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখা হচ্ছে। সোমবার তাঁর দেহের ময়নাতদন্তের কথা। জিটিএ পর্যটন বিভাগ ইতিমধ্যেই মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেছে। দেহ ময়নাতদন্তের পর অ্যাম্বুল্যান্সে করে শিলিগুড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হবে বলেই খবর।

উল্লেখ্য, এর আগে গত রবিবার দার্জিলিংয়ে প্রাণ হারান মুর্শিদাবাদের হরিহরপাড়ার রমনা মাঝপাড়ার বাসিন্দা আলাহিম শেখের। মাসপাঁচেক আগে শিলিগুড়িতে কাজে গিয়েছিলেন। রাজমিস্ত্রির কাজ করতেন আলহিম। শনিবার ছুটি ছিল। একদিনের ছুটিতে বন্ধুবান্ধবদের সঙ্গে পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন। ফেরার পথেই বিপত্তি। পাহাড়ি পথ দিয়ে নামার সময় বেসামাল হয়ে যান। খাদে পড়ে যান আলাহিম ও তাঁর সঙ্গীরা। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করা হয়। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি। প্রাণ যায় আলাহিমের। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার প্রাণ গেল হুগলির বাসিন্দার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বেড়ানোর মাঝে আচমকা অসুস্থ।
  • দার্জিলিংয়ে প্রাণ গেল হুগলির বাসিন্দার।
  • শীতের ছুটিতে পরিজনদের নিয়ে দার্জিলিং বেড়াতে গিয়েছিলেন তিনি।
Advertisement