সুবীর দাস, কল্যাণী: রাস্তার ধারে গাছ থেকে ঝুলছে মৃতদেহ! বৃহস্পতিবার কাকভোরে এমন দৃশ্য দেখে চমকে উঠেছিল নদিয়া জেলার হরিণঘাটা থানার অন্তর্গত কাষ্ঠডাঙার বাসিন্দারা। প্রৌঢ়ের নাম, পরিচয় এখনও জানা যায়নি। তিনি আত্মহত্যা করেছেন নাকি তাঁকে খুন করে দেহ ঝুলিয়ে রাখা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
এদিন সকালে নদিয়া জেলার হরিণঘাটা থানার অন্তর্গত কাষ্ঠডাঙা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ সাতশিমুলিয়া এলাকায় রাস্তার ধারে একটি আমগাছে অজ্ঞাত পরিচয়, বছর পঞ্চাশের এক ব্যক্তির ঝুলন্ত দেহ দেখতে পায় স্থানীয়রা। সঙ্গে সঙ্গে খবর দেয় হরিণঘাটা থানায়। ঘটনাস্থলে আসে পুলিশ। ঝুলন্ত দেহটি উদ্ধার করে নিয়ে যায় হরিণঘাটা গ্রামীণ হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয়রা জানিয়েছেন, রাজ্য সড়কের পাশে যেভাবে আম গাছে গলায় দড়ি লাগানো অবস্থায় ঝুলছে, তা দেখে তাঁদের অনুমান ওই ব্যক্তিকে কেউ বা কারা খুন করে ঝুলিয়ে দিয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অন্য জায়গা খুন করে দেহটি এনে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে। ঘটনার তদন্তে নেমেছে হরিণঘাটা থানার পুলিশ। মৃত্যুর কারণ জানতে দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।