shono
Advertisement
Amit Shah

সরকারি সফরে বঙ্গে অমিত শাহ, বার্তা দেবেন বাংলাদেশ সীমান্ত নিয়ে?

Published By: Subhajit MandalPosted: 09:15 AM Dec 20, 2024Updated: 09:44 AM Dec 20, 2024

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: ঝটিকা সফরে বঙ্গে এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার রাতে বাগডোগরা বিমানবন্দরে নেমেছেন তিনি। সেখানে তাঁকে স্বাগত জানাতে যান বঙ্গ বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। শুক্রবার একাধিক সরকারি কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। তবে, কোনও দলীয় কর্মসূচি নেই শাহের।

Advertisement

আজ সশস্ত্র সীমা বলের প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে এসএসবির একাধিক অনুষ্ঠানে যোগ দেবেন শাহ। বৃহস্পতিবার রাতেও তিনি এসএসবি সদর দপ্তরেই ছিলেন। শুক্রবার সকালে সশস্ত্র সীমা বলের প্যারেড গ্রাউন্ডে প্যারেড-সহ একাধিক অনুষ্ঠানে যাবেন। দুপুর একটা পর্যন্ত একাধিক কর্মসূচিতে যোগ দেবেন তিনি। এরপর অমিত শাহ এসএসবির সদর দপ্তরে মধ্যাহ্নভোজন করবেন। তারপর তিনি সীমা সুরক্ষা বলের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। তারপর বিকালেই দিল্লিতে উড়ে যাবেন।

এমন একটা সময় শাহ বঙ্গ সফরে যখন পড়শি দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার চরমে। তাছাড়া বাংলাদেশে ভারত বিদ্বেষও চরম আকার ধারণ করেছে। স্বাভাবিকভাবেই সীমারক্ষা নিয়ে বাড়তি সতর্ক থাকতে হচ্ছে ভারত সরকারকে। সশস্ত্র সীমা বলের অনুষ্ঠানে শাহ কী বার্তা দেন, সেদিকে নজর থাকবে ওয়াকিবহাল মহলের। তবে শাহের এদিন কোনও দলীয় সর্বসূচি নেই। তাছাড়া এসএসবি মূলত নেপাল ও ভুটান সীমান্তে নিরাপত্তার দায়িত্বে থাকে। ফলে এসএসবির অনুষ্ঠানে শাহ বাংলাদেশ ইস্যুতে আদৌ কোনও বার্তা দেন কিনা সেটাই দেখার।

সচরাচর সরকারি অনুষ্ঠানে রাজ্যে এলে দলীয় কর্মসূচিও রাখেন শাহ। তবে এবার তেমন কোনও কর্মসূচি নেই। এই মুহূর্তে শাহ রীতিমতো বিতর্কে। আম্বেদকর নিয়ে তাঁর মন্তব্যে ঝড় বইয়ে যাচ্ছে জাতীয় রাজনীতিতে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গে এসে সেই ইস্যুতে কোনও মন্তব্য করবেন না বলেই মনে করা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ঝটিকা সফরে বঙ্গে এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
  • বৃহস্পতিবার রাতে বাগডোগরা বিমানবন্দরে নেমেছেন তিনি।
  • শুক্রবার একাধিক সরকারি কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।
Advertisement