shono
Advertisement
Hooghly

AI ব্যবহার করে মহিলাদের ছবি বিকৃতি! 'বাংলাদেশি' যুবককে জুতোপেটা জনতার

অভিযুক্ত যুবকের সমাজ মাধ্যমে একাধিক অ্যাকাউন্ট রয়েছে।
Published By: Anustup Roy BarmanPosted: 02:59 PM Nov 23, 2025Updated: 02:59 PM Nov 23, 2025

সুমন করাতি, হুগলি: এআই ব্যবহার করে মহিলাদের ছবি বিকৃত করার অভিযোগ। অভিযুক্ত বাংলাদেশি যুবককে প্রকাশ্যে জুতোপেটা। পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় মহিলারাই। অভিযুক্তের ল্যাপটপ থেকে উদ্ধার বহু আধার কার্ডের ছবি। 

Advertisement

কোন্নগরের কানাইপুরের বাসাই অটোস্ট্যান্ড এলাকায় মুদিখানার দোকান রয়েছে প্রান্ত রায় নামে ওই যুবকের। সেই দোকানেই জেরক্সও করা হয়। অভিযোগ, যারা সেই দোকানে যেতেন তাদের ছবি রেখে দিতেন অভিযুক্ত। এরপর ওই ছবি ব্যবহার করে এআই-এর সাহায্যে আপত্তিকর ছবি বানানো হত। জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের সমাজ মাধ্যমে একাধিক অ্যাকাউন্ট রয়েছে। বিভিন্ন সমাজ মাধ্যমেও আপত্তিকর সেই ছবি পোস্ট হয় বলেও অভিযোগ। সেখান থেকে এই বিষয়টি জানতে পারেন ওই যুবকের এক সময়ের সহপাঠীরা।

জানা গিয়েছে বয়স নির্বিশেষে সকল মহিলার ছবিই বিক্রিত করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। রবিবার বিষয়টি জানাজানি হতেই একদল যুবতী ওই অভিযুক্ত যুবককে জুতোপেটা করতে করতে স্থানীয় কানাইপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে যান। এক যুবতী জানান, "কয়েক বছর আগে বাংলাদেশ থেকে এসেছেন অভিযুক্ত প্রান্ত। সেই সময় থেকে আমরা স্কুলের বন্ধু ছিলাম।" ওই যুবতির দাবি দার্জিলিং ঘুরে তাঁরা রবিবারই বাড়ি ফিরেছেন। তাঁর আরও দাবি, 'পিছন দিক থেকে আমার এক বান্ধবীর ছবি তুলে ভিডিও বানিয়েছে প্রান্ত। ওর সাতটা-আটটা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। বাচ্চা থেকে বয়স্ক মহিলাদের আপত্তিকর ছবি এআই দিয়ে বানিয়েছে। সেই ছবি নিয়ে কী করেছে এখনও জানিনা।"

স্থানীয় পঞ্চায়েত সদস্য শম্পা চক্রবর্তী বলেন, "এই ছেলেটার পরিচয় যা পাচ্ছি তাতে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ আছে। প্রচুর মেয়ের ছবি তুলে এসব করেছে। পুলিশ প্রশাসন কঠোর ব্যবস্থা নিক।"

স্থানীয় মহিলার পুলিশ ফাঁড়িতে একত্রিত হন অভিযুক্তের শাস্তির দাবীতে। পুলিশ অভিযুক্ত যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করে। অভিযুক্তের ট্যাব এবং ল্যাপটপ থেকে বহু আধার কার্ডের ছবি পাওয়া গেছে। পুলিশ সে সব উদ্ধার করেছে বলে জানা গিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এআই ব্যবহার করে মহিলাদের ছবি বিকৃত করার অভিযোগ।
  • বাংলাদেশি যুবককে প্রকাশ্যে জুতোপেটা।
  • পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় মহিলারাই।
Advertisement