shono
Advertisement
Santa Claus

বড়দিনে সান্টার 'সিক্রেট' বিশ্বভ্রমণে কলকাতাও! ভারতের আর কোন শহরে এলেন?

প্রশান্ত মহাসাগর ডিঙিয়ে এশিয়া, আফ্রিকা ঘুরে ইউরোপে ঢোকেন সান্টা।
Published By: Kishore GhoshPosted: 05:37 PM Dec 25, 2025Updated: 06:23 PM Dec 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উপহার আর জিঙ্গল বেলসের ঝোলা কাঁধে, লাল টুকটুকে পোশাক, মুখ ভর্তি সাদা দাড়ি আর মাথায় সাদা টুপি পরে হাজির হন সান্টা ক্লজ (Santa Claus)। শিশুদের মুখে হাসি ফোটাতে তার জুড়ি নেই। যুগ যুগ ধরে বড়দিনে এভাবেই ছোটদের খুশি করতে হাজির হন সান্টা। তবে কিনা কথার কথা না, বাস্তবেই বিগত ২৪ ঘণ্টায় বিশ্বভ্রমণ করে ফেলেছেন প্রিয় সন্ত। এমনকী ভারতের তিন শহরের আকাশেও দেখা গিয়েছে বলে খবর। সত্যিই কি তাই? ভারতে কোথায় এসেছিলেন উপহারওয়ালা?

Advertisement

ক্রিসমাসে গত সত্তর বছরের লোকাচারের একটি হল, নর্থ আমেরিকান এরোস্পেস ডিফেন্স কমান্ডের সেন্ট নিকোলাসকে ট্র্য়াকিং। অর্থাৎ কিনা সান্টার কাল্পনিক যাত্রাপথ নির্ধারণ করা। ছোটদের ব্যাপক আকর্ষণ রয়েছে এই বিষয়ে, তারা জানতে চায় এ বছর বিশ্বের কোথায় কোথায় গেলেন সান্টা।

এনওআরডি ট্র্যাকার বলছে, ২৪ ডিসেম্বর, বুধবার রাত দশটা বেজে পয়ত্রিশ মিনিটে সান্টাকে ভারতের বেঙ্গালুরু শহরের দিকে যেতে দেখা গিয়েছে। এরপর তিনি বল্গা হরিণ চড়ে মুম্বইয়ের দিকে রওনা হন। শেষে ঝটিকা সফরে কলকাতা ঘুরে ভারতের পশ্চিম সীমান্ত হয়ে ইউরোপের দিকে হওনা হয়েছেন। উল্লেখ্য, সান্টার যাত্রা সাধারণত প্রশান্ত মহাসাগরের আন্তর্জাতিক তারিখ রেখা থেকে শুরু হয়। তিনি সেই বিন্দু থেকে ক্রমশ পশ্চিম দিকে এগিয়ে যান। তার প্রাথমিক যাত্রাবিরতি দক্ষিণ প্রশান্ত মহাসাগর, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া।

মনে করা হয়, প্রশান্ত মহাসাগর ডিঙিয়ে এশিয়া, আফ্রিকা ঘুরে ইউরোপে ঢোকেন সান্টা ক্লজ। আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলে প্রবেশের আগে কানাডা, আমেরিকা, মেক্সিকো এবং দক্ষিণ আমেরিকা ঘুরে যান তিনি। উল্লেখ্য, সাত দশক আগে প্রথমবার যখন এনওআরডি বা নর্থ আমেরিকান এরোস্পেস ডিফেন্স কমান্ড তৈরি হয়েছিল, তখনই ট্র্যাকারটি একটি ভৌগলিক কক্ষপথের রাডার এবং উপগ্রহের সমন্বয়ে সান্তার যাত্রাপথ স্থির হয়। যেখানে বলা হয়, সান্তা সাধারণত প্রশান্ত মহাসাগরে তার যাত্রা শুরু করে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ক্রিসমাসে গত সত্তর বছরের লোকাচারের একটি হল, নর্থ আমেরিকান এরোস্পেস ডিফেন্স কমান্ডের সেন্ট নিকোলাসকে ট্র্য়াকিং।
  • মনে করা হয়, প্রশান্ত মহাসাগর ডিঙিয়ে এশিয়া, আফ্রিকা ঘুরে ইউরোপে ঢোকেন সান্টা ক্লজ।
Advertisement