রাজা দাস, বালুরঘাট: রান্নাঘরে ভাত বসাতে গিয়ে বিষাক্ত সাপের ছোবলে (Snake bite) প্রাণ গেল এক গৃহবধূর। রবিবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur) জেলার তপনের অন্তর্গত রামপাড়া চেচড়া এলাকায়। জানা গিয়েছে, মৃত ওই গৃহবধূর নাম তপতী রবিদাস। বয়স মাত্র ৩০ বছর। খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
রবিবার সাতসকালে বাড়িতে রান্না (Cook)করছিলেন তপতী রবিদাস। উনুনে ভাত চড়ানোর সময় মাটির রান্নাঘরের মেঝেতে গর্তে পা ঢুকে যায় তাঁর। সেখানেই লুকিয়ে ছিল মরণফাঁদ। সেই গর্ত থেকে দু’বার তপতীর পায়ে ছোবল মারে বিষাক্ত সাপ (Poisonous Snake)। পুরো ঘটনাটি ঘটে তপতী রবিদাসের মা অঞ্জলি রবিদাসের সামনে। সাপের ছোবলে তপতী রবিদাস আতঙ্কিত হয়ে পড়েন। তাঁর মা অঞ্জলিদেবী তড়িঘড়ি রামপাড়া চেঁচড়ায় অবস্থিত স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে তাঁর অবস্থার অবনতি হতে থাকে।
[আরও পড়ুন: ‘বিশ্ববিদ্যালয়ে খাপ পঞ্চায়েত বসে’, বিস্ফোরক যাদবপুরের প্রাক্তন উপাচার্য, সওয়াল CCTV-র পক্ষেও]
এরপর কর্তব্যরত চিকিৎসকরা তপতীকে গঙ্গারামপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তরিত করে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তপতী রবিদাস। তিরিশের তরতাজা মেয়েকে এইভাবে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখে কান্নায় ভেঙে পড়েন মা। ঘটনার খবর পেয়ে দেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে গঙ্গারামপুর থানার পুলিশ। এরপর দেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় গঙ্গারামপুর (Gangarampur) থানার পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য রামপাড়া চেচড়া এলাকায়। শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।