Student Credit Card: সরকারি এই প্রকল্পের সুবিধা পেতে কীভাবে আবেদন? জেনে নিন

08:27 PM Jun 30, 2021 |
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথা রাখলেন মুখ্যমন্ত্রী। রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় ফেরার দু’মাসের মধ্যেই পড়ুয়াদের জন্য চালু হয়ে গেল স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card)। যার বিনিময়ে উচ্চশিক্ষার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন পড়ুয়ারা। শুধুমাত্র স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানের খরচই নয়, ঋণ মিলবে প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিংয়ের জন্যও। কিন্তু পড়ুয়ারা কীভাবে আবেদন জানাবেন এই কার্ডের জন্য? রইল তার খুঁটিনাটি।

Advertisement

বুধবারের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবেদনের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছেন। অনলাইনেই জানাতে হবে আবেদন। প্রয়োজনে টোল ফ্রি নম্বরে ফোন করলেও মিলবে সাহায্য। তবে শুধুমাত্র অনলাইনেই আবেদন জানানো যাবে বলে স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সাবধান থাকতে বলেছেন জালিয়াতদের থেকেও।

[আরও পড়ুন: রাত পোহালেই পথে নামবে বাস-অটো-ট্যাক্সি, ভোগান্তি কমার অপেক্ষায় নিত্যযাত্রীরা]

কোথায় আবেদন জানানো যাবে?

Advertising
Advertising

  • রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের ওয়েবসাইটে মিলবে বিস্তারিত তথ্য।
  • পোর্টালের মাধ্যমে www.wb.gov.in -এ গিয়ে আবেদন জানাতে পারবেন ইচ্ছুক ছাত্রছাত্রীরা।
  • অনলাইন পোর্টাল ঠিকানা wbscc.wb.gov.in-এ আবেদন করা যাবে।
  • রয়েছে টোল ফ্রি নম্বরও। 18001028014 নম্বরে ফোন করলে মিলবে বিস্তারিত তথ্য। সেই তথ্য জেনে সঠিকভাবে আবেদন করা যাবে।
  • অফলাইনে বা কোনও ব্যক্তি মারফত স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদন জানানো যাবে না।

আবেদন করতে কী কী নথি লাগবে?

  • ঠিকানার প্রমাণ।
  • পরিবারের আয়ের সার্টিফিকেট।
  • মার্কশিট
  • উচ্চশিক্ষার রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় নথি অথবা নির্বাচিত হওয়ার নথি।
  • ছাত্র-ছাত্রী ও তাঁদের মা-বাবার পরিচয়পত্র (আধার কার্ড / প্যান কার্ড / পাসপোর্টের কপি)।
  • ব্যাংক অ্যাকাউন্ট নম্বর।
  • ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট (শেষ ছয় মাস)।
    নির্দিষ্ট বয়ানে আবেদন করলে উচ্চশিক্ষা দপ্তর সেই আবেদনপত্র ব্যাংকে পাঠিয়ে দেবে। ব্যাঙ্কের মাধ্যমে কার্ড পৌঁছে যাবে বাড়িতে। আবেদন শেষে মোবাইলে একটি মেসেজ আসবে। আবেদন গৃহীত হল কিনা তা মোবাইলে মেসেজ করেই জানিয়ে দেওয়া হবে।

[আরও পড়ুন: কসবা কাণ্ড থেকে শিক্ষা, টিকাদানে জালিয়াতি রুখতে আরও একাধিক নির্দেশ কলকাতা পুরসভার]

Advertisement
Next