সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাইনচ্যুত হাওড়া-আমতা লোকাল। বৃহস্পতিবার দুপুরে মাজু হল্ট স্টেশনে ঢোকার আগে লাইনচ্যুত হয় লোকাল ট্রেনটি। এই ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছেন। কীভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।
ওই লোকাল ট্রেনটি হাওড়া থেকে আমতার দিকে যাচ্ছিল। তবে মাজু হল্ট স্টেশনে ঢোকার আগেই যত বিপত্তি। জগৎবল্লভপুরের যাদববাটি এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়। আচমকা ট্রেন লাইনচ্যুত হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। বেশ কয়েকজন জখমও হয়।
[আরও পড়ুন: শুঁড়ে পেঁচিয়ে আছড়ে মারল হাতি, পরীক্ষা দিতে যাওয়ার সময় মাধ্যমিক পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু]
ট্রেন লাইনচ্যুত হওয়ার পরই ঘটনাস্থলে যান দক্ষিণ পূর্ব রেলের ইঞ্জিনিয়ার এবং আধিকারিকরা। কী কারণে ট্রেনটি লাইনচ্যুত হল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এই ঘটনার পর রেললাইনে ফাটল দেখা যায়। রেললাইনে ফাটলটি আগে থেকেই ছিল নাকি লাইনচ্যুত হওয়ার পর রেললাইনে ফাটল ধরল, তা খতিয়ে দেখা হচ্ছে বলেই জানান দক্ষিণ-পূর্ব রেলের সিপিআরও আদিত্য চৌধুরী। এই ঘটনার জেরে হাওড়া-আমতা শাখায় রেল চলাচল ব্যাহত হয়। ভোগান্তির শিকার হন যাত্রীরা।
