shono
Advertisement
Howrah

হাত চেপে ধরে শ্বাসরোধ করে মাকে 'খুন' বাবা, দাদার! শিশুকন্যার সামনেই নারকীয় হত্যাকাণ্ড হাওড়ায়

কিন্তু কেন এই খুন?
Published By: Tiyasha SarkarPosted: 01:27 PM May 13, 2025Updated: 03:19 PM May 13, 2025

অরিজিৎ গুপ্ত, হাওড়া: শিশুকন্যার সামনে মাকে খুনের অভিযোগ বাবা ও দাদার বিরুদ্ধে। হাড়হিম হত্যাকাণ্ড হাওড়ার জগাছায়। খবর পেয়েই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শিশুকন্যার থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আটক করা হয়েছে দুই অভিযুক্তকে। কিন্তু কেন এই খুন? নেপথ্যে লুকিয়ে থাকা রহস্যের সন্ধানে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, হাওড়ার জগাছার বাসিন্দা জিতেন্দ্র জয়সওয়াল। তিনি পেশায় ব্যবসায়ী। স্ত্রী সুলেখা, ছেলে শেখর ও মেয়েকে নিয়ে থাকতেন তিনি। সূত্রের খবর, স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল জিতেন্দ্রর। সোমবার রাতে সেই অশান্তি চরমে ওঠে। আচমকা শিশুকন্যার আর্তনাদ শুনতে পান প্রতিবেশীরা। সন্দেহ হওয়ায় খবর দেওয়া হয় থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে পড়ে রয়েছে সুলেখার নিথর দেহ।

এরপরই প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য। মৃতার মেয়ের দাবি, তার বাবা ও দাদাই নাকি খুন করেছে মাকে। নাবালিকা জানায়, অশান্তির মাঝে আচমকাই বাবা তার মায়ের হাত চেপে ধরে। এরপর দাদা নাকি গলা টিপে খুন করে। তার থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আটক করা হয়েছে দু'জনকেই। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ইতিমধ্যেই মৃতার বাপের বাড়ির তরফে খুনের মামলা দায়ের করা হয়েছে। কিন্তু কেন খুন? তা এখনও স্পষ্ট নয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করলেই রহস্যভেদ হবে বলে আশাবাদী পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শিশুকন্যার সামনে মাকে খুনের অভিযোগ বাবা ও দাদার বিরুদ্ধে। হাড়হিম হত্যাকাণ্ড হাওড়ার জগাছায়।
  • খবর পেয়েই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শিশুকন্যার থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আটক করা হয়েছে দুই অভিযুক্তকে।
  • কিন্তু কেন এই খুন? নেপথ্যে লুকিয়ে থাকা রহস্যের সন্ধানে পুলিশ।
Advertisement