shono
Advertisement

পঞ্চায়েতেও ‘দ্য নেমসেক’! একই নামের দুই দলের প্রার্থীকে নিয়ে গেরোয় গ্রামবাসীরা

তৃণমূল-বিজেপি দুই দলেরই প্রার্থীর নাম ও পদবী হুবহু এক। The post পঞ্চায়েতেও ‘দ্য নেমসেক’! একই নামের দুই দলের প্রার্থীকে নিয়ে গেরোয় গ্রামবাসীরা appeared first on Sangbad Pratidin.
Posted: 11:36 AM Apr 29, 2018Updated: 05:43 PM Aug 24, 2018

শান্তনু কর, জলপাইগুড়ি:  নির্দলই হোন কিংবা কোনও দলের, ভোটের লড়াইয়ে প্রতিটি প্রার্থীরই প্রতীক থাকা আবশ্যক। তবে নামের মাহাত্ম্যও কম নয়। কারণ, নামই ব্যক্তির প্রাথমিক পরিচয়। কিন্তু, প্রার্থীদের নাম নিয়েই যে বিভ্রান্ত ভোটাররা। অগত্যা ভোটে জিততে প্রতীকেই ভরসা রাখছেন জলপাইগুড়ির ধূপগুড়ির সাকোয়াঝোরা  ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৪/১০২ নম্বর আসনের তৃণমূল ও বিজেপি প্রার্থী। ভোটারদের কাছে তাঁদের আবেদন, ‘নাম নয়, প্রতীক দেখে ভোট দিন।’

Advertisement

[ভোটের আগেই বীরভূম ও মুর্শিদাবাদ জেলা পরিষদ দখল তৃণমূলের]

ধূপগুড়ির সাকোয়াঝোড়া ১ নং গ্রাম পঞ্চায়েতের উত্তর ডাঙাপাড়া আসনে এবার তপন রায়কে প্রার্থী করেছে তৃণমূল। আবার বিজেপির প্রার্থীর নামও তপন রায়। নামই শুধু নয়,  একই আসনে দু’দলের প্রার্থীর পদবিও এক। আর তাতেই চরম বিভ্রান্ত ভোটাররা। তাঁরা বলছেন, ‘কোন তপন রায় কোন দলের, সেটা প্রায় গুলিয়ে যাওয়ার জোগাড়।‘ তৃনমূল কংগ্রেসের প্রার্থী তপন রায় পেশায় গাড়ি চালক। প্রায় বছর দশেক ধরে নিজের গাড়ি চালিয়েই জীবিকা নির্বাহ করছেন তিনি। শাসকদলের প্রার্থী তপন রায় বলেন, একই নামের কারণে প্রথমদিকে ভোটারদের বুঝতে অসুবিধা হচ্ছিল। কিন্তু, দলের প্রতীক জোড়া ফুল দেখিয়ে বিভ্রান্তি দূর করা হয়েছে। পঞ্চায়েত ভোটে জয় নিয়ে আশাবাদী তৃণমূল প্রার্থী। ধূপগুড়ির সাকোয়াঝোরা ১ নং গ্রাম পঞ্চায়েতের উত্তর ডাঙাপাড়া আসনে বিজেপি প্রার্থীর নামও তপন রায়। এলাকায় তিনিও যথেষ্ট পরিচিত। দলের প্রতীক নিয়ে জোরদার প্রচার চালাচ্ছেন বিজেপি প্রার্থী। স্থানীয় বাসিন্দা ধজেন রায় বলেন,  কোন তপন কোন দলের প্রার্থী, তা নিয়ে প্রথমদিকে একটু বিভ্রান্তি ছিল। তবে এখন প্রার্থীদের প্রতীক এবং পেশাকে সামনে এনে প্রচার চলছে।

[৩৫ বছরের বামদুর্গের পতন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় অন্ডালের গ্রাম পঞ্চায়েত দখল তৃণমূলের]

এই নাম বিভ্রাট নিয়ে কী বলছে স্থানীয় তৃণমূল ও বিজেপি নেতৃত্ব? শাসকদলের বানারহাট সাংগঠনিক ব্লক সভাপতি রাজু গুরুংয়ের অভিযোগ, বিজেপি জানে, এই আসনে জিততে পারবে না। তাউ একই নামের প্রার্থী দিয়ে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। এদিকে আবার শাসকদলের বিরুদ্ধেই ভোটারদের বিভ্রান্ত করার পালটা অভিযোগ করেছেন বিজেপির জলপাইগুড়ি জেলা সম্পাদক আগুন রায়। রাজনৈতিক তরজার মাঝেই অবশ্য দুই তপনের প্রচারে জমজমাট এলাকা। ভোটাররা কাকে বেছে নেন, এখন সেটাই দেখার।

[ছড়া কেটে প্রচার, দেওয়াল লিখনে কাঁকসায় তৃণমূলের ভরসা শিক্ষক নিরুপম]

 

The post পঞ্চায়েতেও ‘দ্য নেমসেক’! একই নামের দুই দলের প্রার্থীকে নিয়ে গেরোয় গ্রামবাসীরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement