shono
Advertisement

‘বিজেপি অশান্তি করলে তৃণমূল চুপ করে বসে থাকবে না’, হুমকি জিতেন্দ্র তিওয়ারির

পুলিশকে হুমকিও দিলেন জিতেন্দ্র তিওয়ারি৷ The post ‘বিজেপি অশান্তি করলে তৃণমূল চুপ করে বসে থাকবে না’, হুমকি জিতেন্দ্র তিওয়ারির appeared first on Sangbad Pratidin.
Posted: 01:21 PM May 28, 2019Updated: 01:21 PM May 28, 2019

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: ‘‘বাংলায় ভাল ফল করা মানেই তোমরা তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙতে পারো না৷ বিজেপি অশান্তি না থামালে, তৃণমূলও চুপ করে বসে থাকবে না৷’’ দুর্গাপুরের ৮ নম্বর ওয়ার্ডে দলীয় কার্যালয় ভাঙচুরের প্রসঙ্গে এভাবেই বিজেপিকে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন জেলা তৃণমূল সভাপতি জিতেন্দ্র তিওয়ারি৷ পুলিশকেও ধমক দিয়ে গোটা ঘটনার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি৷

Advertisement

[ আরও পড়ুন: ‘মমতার পাশে আছি’, দলবদলের জল্পনায় জল ঢেলে ফেসবুকে পোস্ট শীলভদ্রর]

ভোট মিটে গিয়েছে৷ ফলপ্রকাশও হয়ে গিয়েছে৷রাজ্যজুড়ে তুলনামূলক ফল ভাল হওয়ায় উচ্ছ্বসিত গেরুয়া শিবির৷ প্রায় প্রতিদিনই বিজয় মিছিল করছেন দলীয় নেতাকর্মীরা৷ সোমবার সন্ধেয় দুর্গাপুরের ৮ নম্বর ওয়ার্ডে বিজয় মিছিল করছিলেন বিজেপি সমর্থকরা৷ বিজয় মিছিল যে এলাকা দিয়ে যাচ্ছিল, সেখানেই রয়েছে তৃণমূল কার্যালয়৷ অভিযোগ, মিছিলে পা মেলানো বেশ কয়েকজন বিজেপি কর্মীস, সমর্থক ঘাসফুল শিবিরের কার্যালয়ে ঢুকে পড়ে৷ তৃণমূল কর্মী,সমর্থকদের হুমকি দেয় বলেও অভিযোগ৷ প্রতিবাদ করতে গেলে দু’পক্ষের বাকবিতণ্ডাও হয়৷ তবে অশান্তি সেভাবে দানা বাঁধার আগেই ঘটনাস্থল ছেড়ে চলে যান বিজেপি কর্মী, সমর্থকরা৷ মাঝে প্রায় ঘণ্টাখানেকের বিরতি৷ তারপর আবারও তৃণমূলের কার্যালয়ে গিয়ে পৌঁছান পদ্ম শিবিরের সদস্যরা৷ অভিযোগ, কিছু বুঝে ওঠার আগেই কার্যালয় ভাঙচুর চালাতে শুরু করে তারা৷ চেয়ার, টেবিল, জানলা, দরজা ভাঙচুরের পাশাপাশি ছুঁড়ে ফেলে দেওয়া হয় দলীয় পতাকাও৷ তাতে বাধা দিতে গেলে আক্রান্ত হতে হয় বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থককেও৷

[ আরও পড়ুন: ‘যো জাহা মিলে উড়া দো’, প্রকাশ্যে অর্জুন সিংয়ের বিস্ফোরক হুমকি ভিডিও]

ইতিমধ্যেই এই খবর গিয়ে পৌঁছায় স্থানীয় থানায়৷ প্রায় সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশবাহিনী৷ আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার এসিপি ১ (পূর্ব) আরিফ বিলাল, দুর্গাপুর থানার ওসি-সহ আরও অনেকেই সেখানে পৌঁছান৷ এছাড়াও ঘটনাস্থলে যান জেলা তৃণমূল সভাপতি জিতেন্দ্র তিওয়ারি, দুর্গাপুর নগরনিগমের চেয়ারম্যান মৃগেন পাল-সহ বেশ কয়েকজন দলীয় নেতা৷ সংঘর্ষের ঘটনায় বিরক্ত জিতেন্দ্র তিওয়ারি৷ এই পরিস্থিতিতে পুলিশ আধিকারিকদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতেও দেখা গিয়েছে তাঁকে৷ তিনি বলেন, ‘‘বিজেপি যদি অশান্তি না থামায় তবে আমরাও চুপ করে বসে থাকব না৷’’ তৃণমূল নেতার এভাবে পুলিশকে ধমক দেওয়ার ঘটনাকে হাতিয়ার করে আসরে নেমে পড়েছেন বিরোধীরা৷ ভোটে দলের এমন ভরাডুবি হওয়ায় তৃণমূল নেতার মাথার ঠিক নেই বলেও তোপ দেগেছেন অনেকেই৷ যদিও এসবের ঊর্ধ্বে গিয়ে সংঘর্ষের ঘটনায় কে বা কারা জড়িত তা নিয়ে একে-অপরের মধ্যে চলছে কাদা ছোঁড়াছুঁড়ি৷ যার ফলে ভোটপর্ব মিটলেও রাজনৈতিক অশান্তিতে উত্তপ্তই দুর্গাপুর অঞ্চল৷

দেখুন ভিডিও:

The post ‘বিজেপি অশান্তি করলে তৃণমূল চুপ করে বসে থাকবে না’, হুমকি জিতেন্দ্র তিওয়ারির appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement