shono
Advertisement

Kali Puja 2023: দূষণ দানবের শক্তি বাড়াচ্ছে বেলাগাম ব্যবসা, অভিযানে উদ্ধার ১৫০ কেজি নিষিদ্ধ বাজি

জেলায় জেলায় বেআইনি বাজি বিক্রি রুখতে অভিযান চালাচ্ছে পুলিশ।
Posted: 06:33 PM Nov 06, 2023Updated: 06:33 PM Nov 06, 2023

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: কালীপুজোর আগে বেআইনি বাজি বিক্রি রুখতে তৎপর পুলিশ। মহেশতলার নুঙ্গি বাজিবাজারে হানা দিলেন আধিকারিকরা। উদ্ধার হয়েছে ১৫০ কেজি অনুমতিবিহীন, নিষিদ্ধ বাজি।

Advertisement

দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় ডিএসপি (শিল্প) নিরূপম ঘোষের নেতৃত্বে মহেশতলা এবং বজবজ থানার আধিকারিকরা সোমবার নুঙ্গি বাজি বাজারে আচমকা হানা দেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে বাজি বিক্রেতাদের বিক্রির যথাযথ লাইসেন্স আছে কি না তা খতিয়ে দেখা হয়। যে সমস্ত ক্রেতারা বাজি কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন তাঁদেরও ব্যাগ পরীক্ষা করা হয়। দেখা হয়, কোনওরকম শব্দবাজি রয়েছে কি না।

[আরও পড়ুন: গল্প নয় সত্যি! আড়াই দশক পর স্যালুটই ঘরে ফেরাল ‘মৃত’ সৈনিককে]

মাইকে প্রচারের মাধ্যমে বাজি বিক্রেতা এবং বাজি প্রস্তুতকারক প্রত্যেককে সতর্ক করা হয়। জানানো হয়,  অনুমোদনহীন বাজি বিক্রি বেআইনি। ডায়মন্ড হারবার জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুটি থানার যৌথ উদ্যোগে এখনও পর্যন্ত ১৫০ কেজি বাজি উদ্ধার হয়েছে। ক্রেতাদের উদ্দেশ্য বলা হয়েছে, কিউআর কোড স্ক্যান করে তবেই যেন বাজি কেনা হয়। পুলিশের পক্ষ থেকে এও জানানো হয়েছে যে আপাতত এই টহলদারি দফায় দফায় চলবে।

[আরও পড়ুন: বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে নেমে বিপত্তি, তলিয়ে গেল বর্ধমানের ২ ছাত্র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement