shono
Advertisement

Kaliaganj: এবার কালিয়াগঞ্জে চলল গুলি, পুলিশি অভিযান চলাকালীন মৃত্যু যুবকের

পুলিশের কাজে বাধা দেওয়ায় গুলি?
Posted: 09:03 AM Apr 27, 2023Updated: 09:13 AM Apr 27, 2023

শংকর কুমার রায়, ইসলামপুর: ফের উত্তেজনা কালিয়াগঞ্জে (Kaliaganj)। এবার চলল গুলি। মৃত্যু হয়েছে এক গ্রাম্য যুবকের। গুলিবিদ্ধ দেহ রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, আসামী ধরতে পুলিশি অভিযান চলাকালীন গুলিতে মৃত্যু হয়েছে ওই যুবকের। অভিযোগ, যুবকের বুকে গুলি চালিয়েছে পুলিশ। তবে পুলিশের তরফে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

Advertisement

সূত্রের খবর, মৃতের নাম মৃত্যুঞ্জয় বর্মন(৩৩)। শিলিগুড়িতে কাজ করতেন তিনি। দিন কয়েক আগেই বাড়ি ফিরেছিলেন। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থানার সীমান্তবর্তী গ্রাম রাধিকাপুর গ্রাম বুধবার রাতে পুলিশ অভিযান চালায় বলে সূত্রের খবর। আসামী ধরতে সীমান্তবর্তী গ্রামটিতে অভিযান করে পুলিশ। সূত্রের খবর, মৃত্যুঞ্জয় পুলিশকে বাধা দেওয়ায় গুলি চলে। তবে এর সঙ্গে কালিয়াগঞ্জ থানায় তাণ্ডবের ঘটনার কোনও যোগ রয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়। কারণ, কালিয়াগঞ্জ থানায় তাণ্ডবকারীদের খোঁজে গতকাল তল্লাশি চালাচ্ছিল পুলিশ। সেই সূত্র ধরেই কি রাধিকাপুরে অভিযান? তাও এখনও স্পষ্ট নয়। 

[আরও পড়ুন: ‘কথা কম কাজ বেশি’, প্রশাসনিক বৈঠকে রাজ্যের চার মন্ত্রীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী]

 

মৃত মৃত্যুঞ্জয় বর্মন।

 

হাসপাতাল সূত্রে খবর, এক পুলিশ কর্মী গুলিবিদ্ধ দেহটি হাসপাতালে পৌঁছে সেখান থেকে সরে যান। ফলে পুরো বিষয়টি নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। সংবাদ প্রতিদিনের তরফে উত্তর দিনাজপুরের পুলিশ সুপারের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে গ্রাম্য যুবকের মৃত্যু ঘিরে চাপা উত্তেজনা রয়েছে কালিয়াগঞ্জে।

তবে গুলি চলার ঘটনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সাধারণত চরম বিশৃঙ্খলা তৈরি না হলে গুলি চালায় না পুলিশ। যদি অপরাধীকে ধরতে বাধা দিয়ে থাকে তাহলে প্রথমে তাঁর পায়ে গুলি করার কথা। সেক্ষেত্রে সরাসরি কীভাবে বুকে গুলি করল পুলিশ, তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। 

[আরও পড়ুন: কলকাতায় বসে চার হাজার কোটি টাকার লেনদেন! বিপুল জালিয়াতির অভিযোগে গ্রেফতার চার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার