shono
Advertisement
Purulia

মদ সমেত ধরা পড়লেই শাস্তি, কান ধরে ওঠবোসের নিদান কুড়মি মহিলাদের

আদিবাসী কুড়মি মহিলা সমাজের ব্যানারেই হবে এই আন্দোলন।
Published By: Suhrid DasPosted: 09:39 PM Mar 21, 2025Updated: 09:40 PM Mar 21, 2025

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: বেআইনি মদ নিয়ে ধরা পড়লেই কান ধরে উঠবস! ‘ভাটি তাড়ো, মাতাল মারো’ এই কর্মসূচিতে বেআইনি মদের বিরুদ্ধে এবার এমনই নিদান আদিবাসী কুড়মি মহিলা সমাজের। চৈত্র-বৈশাখের গ্রামীণ মেলা থেকেই বেআইনি মদের বিরুদ্ধে এই আন্দোলনে নামছেন তাঁরা। খুব শীঘ্রই এই আন্দোলনের রূপরেখা ঘোষণা করবে কুড়মিদের ওই মহিলা সামাজিক সংগঠন। আদিবাসী কুড়মি মহিলা সমাজের ব্যানারেই হবে এই আন্দোলন।

Advertisement

২০২২-২৩ সাল থেকে ঝাড়খণ্ড ছুঁয়ে থাকা জঙ্গলমহলের পুরুলিয়া জেলায় বেআইনি মদের বিরুদ্ধে আন্দোলন তীব্র হয়েছে। একের পর এক গ্রাম সরব হয়েছে মদবিরোধী অভিযানে। সেই প্রতিবাদকেই কাজে লাগিয়ে বেআইনি মদের বিরুদ্ধে আন্দোলনকে জঙ্গলমহলে বড়সড় চেহারা দিতে চাইছে আদিবাসী কুড়মি সমাজের মহিলা সংগঠন। সাম্প্রতিককালে আড়শা থানার মানকেয়ারি পঞ্চায়েতের চিটিডি গ্রামে বেআইনি মদের বিরুদ্ধে জরিমানা ধার্য করে দেওয়াল লিখন হয়েছিল।

তারপর সেই আন্দোলন ছড়িয়ে পড়ে কোটশিলার উপরবাটরি গ্রামে। এরপর আড়শার বামুনডিহা গ্রামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন বৈদ্যুতিক স্তম্ভে বেআইনি মদের বিরুদ্ধে স্লোগান তুলে এলাকার মানুষকে একত্রিত করার চেষ্টা করেছিল। তারপর মানবাজার ২ নম্বর ব্লকের বড়গোড়িয়া-জামতোড়িয়া গ্রাম পঞ্চায়েতের ফুলবেড়িয়া গ্রামের নিমডিটোলায় মদ, হাঁড়িয়া বেচাকেনা সম্পূর্ণ বন্ধের আবেদন জানিয়ে গাছে গাছে বোর্ড টাঙানো হয়ে। তাতে লেখা রয়েছে, না মানলে ১০ হাজার টাকা জরিমানা করা হবে। ওই ছবি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল।

আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা (প্রধান নেতা) অজিতপ্রসাদ মাহাতো বলেন, ‘‘দীর্ঘদিন ধরেই আমরা কুসংস্কার ও মদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছি। আমরা গত লোকসভা ভোটে লড়েছিলাম এসব দাবি নিয়ে। তবে এবার বেআইনি মদের বিরুদ্ধে জঙ্গলমহলে আমরা বড়সড় আন্দোলনে নামব। আমরা এই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব। বেআইনি মদ সমেত ধরা পড়লেই কান ধরে উঠবস করতে হবে। এই আন্দোলনে আমাদের কর্মসূচির নাম হবে ভাটি তাড়ো, মাতাল মারো।’’ আদিবাসী কুড়মি মহিলা সমাজের জেলা সম্পাদক নিলম মাহাতো বলেন, ‘‘এই আন্দোলনে জেলার প্রত্যেকটি গ্রামে গ্রামে, টোলায়, টোলায় আমরা যাব। বেআইনি মদ কতটা ক্ষতিকর সেটা আমরা মানুষকে বুঝিয়ে সচেতন করব। যেখানে এই বেআইনি মদ উৎপাদন হয় তাদের সঙ্গে কথা বলে সেগুলি বন্ধ করতে বলব। এরপরেও তারা যদি ওই বেআইনি মদের উৎপাদন বন্ধ না করেন, তাহলে আমরা আমাদের মতো পদক্ষেপ করব।’’

কুড়মিদের ওই মহিলা সংগঠন এই জেলার গ্রামে গঞ্জে যারা বেআইনি মদ বিরোধী আন্দোলনে যুক্ত তাদের সঙ্গে যোগাযোগ করে ‘ভাটি তাড়ো, মাতাল মারো’ আন্দোলনের প্রস্তুতি শুরু করেছে। পুরুলিয়া আবগারি দপ্তরের সুপারিনটেনডেন্ট অর্ণব সেনগুপ্ত বলেন, ‘‘যারা বেআইনি মদের বিরুদ্ধে কাজ করছেন তাদের কাজের আমরা প্রশংসা করছি। আমরা প্রতিটি গ্রামে-গ্রামে গিয়ে মানুষকে সার্কেল অফিসারের নম্বর দিয়ে আসছি। বলছি কোনওরকম বেআইনি মদের খবর পেলেই ফোন করে জানান। সেই সঙ্গে আমরা পুরুলিয়ার লোকশিল্পকে ব্যবহার করে সচেতনতার প্রচার চালাব।’’

বিধানসভা ভোটের আগে এভাবেই পুরুলিয়ায় কুড়মিদের ওই মহিলা সংগঠন মদ বিরোধী আন্দোলন নিয়ে একেবারে হেঁশেল পর্যন্ত পৌঁছে যেতে চাইছে। বেআইনি মদ এই জেলার গ্রামেগঞ্জে এমনভাবে ডালপালা মেলেছে যে মানুষ নেশায় বুঁদ হয়ে থাকছেন। সারাদিন বা মাসের রোজগার মদের পিছনে চলে যাওয়ায় সংসার চলছে না। ফলে মহিলারা বেআইনি মদের বিরুদ্ধে লাঠিসোটা নিয়ে কার্যত রোজই পথে নামছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বেআইনি মদ নিয়ে ধরা পড়লেই কান ধরে উঠবস! ‘ভাটি তাড়ো, মাতাল মারো’ এই কর্মসূচিতে বেআইনি মদের বিরুদ্ধে এবার এমনই নিদান আদিবাসী কুড়মি মহিলা সমাজের।
  • চৈত্র-বৈশাখের গ্রামীণ মেলা থেকেই বেআইনি মদের বিরুদ্ধে এই আন্দোলনে নামছেন তাঁরা।
  • খুব শীঘ্রই এই আন্দোলনের রূপরেখা ঘোষণা করবে কুড়মিদের ওই মহিলা সামাজিক সংগঠন।
Advertisement