shono
Advertisement

কোচবিহারের খাগড়াবাড়িতে জমি রক্ষা কমিটির সদস্যকে মারধর, কাঠগড়ায় তৃণমূল নেতা

অভিযোগ অস্বীকার করেছে শাসকদল৷ The post কোচবিহারের খাগড়াবাড়িতে জমি রক্ষা কমিটির সদস্যকে মারধর, কাঠগড়ায় তৃণমূল নেতা appeared first on Sangbad Pratidin.
Posted: 12:27 PM Sep 02, 2019Updated: 05:48 PM Sep 02, 2019

বিক্রম রায়, কোচবিহার: রাতের অন্ধকারে জমি রক্ষা কমিটির এক সদস্যর বাড়িতে স্থানীয় তৃণমূল নেতা ও তার অনুগামীদের হামলার অভিযোগ৷ আর এই ঘটনাকে কেন্দ্র করেই রবিবার রাত থেকে উত্তপ্ত কোচবিহারের খাগড়াবাড়ি৷ ঘটনায় গুরু জখম হয়েছেন জমি রক্ষা কমিটির সদস্য শুভাশিস চৌধুরি ও তাঁর পরিবারের কয়েকজন মহিলা৷

Advertisement

[ আরও পড়ুন: ‘গুজবে কান দেবেন না’, NRC ইস্যুতে গোর্খাদের আশ্বাস দার্জিলিংয়ের সাংসদের ]

আক্রান্ত পরিবারের অভিযোগ, রবিবার রাতে লাঠিসোটা নিয়ে তাঁদের উপর হামলা চালিয়েছে তৃণমূলের অঞ্চল সভাপতি সজল সরকারের দাদা সুবল সরকার ও তার অনুগামীরা৷ যার স্ত্রী, গায়ত্রী সরকার আবার ওই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানও বটে৷ রঞ্জিৎ পাল নামে জমি রক্ষা কমিটির এক সদস্যের অভিযোগ, বলপূর্বক গ্রামবাসীদের জমি দখল করে নিচ্ছে অভিযুক্ত তৃণমূল নেতারা৷ জবরদখল করা জমিতে বিনোদন পার্ক বানাতে চাইছে তারা৷ এরই প্রতিবাদ করছে গ্রামবাসীরা৷ সেই রোষেই রবিবার রাতে শুভাশিস চৌধুরির বাড়িতে অনুগামীদের নিয়ে হামলা করেছে সুবল চৌধুরি৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতার ভাই তথা তৃণমূলের অঞ্চল সভাপতি সজল সরকার৷ তার পালটা দাবি, জমি রক্ষা কমিটির সদস্যরা রবিবার রাতে তাদের বাড়ি ঘেরাও করে৷ বাড়িতে ভাঙচুর চালায়৷ সূত্রের খবর, ঘটনায় এখনও পর্যন্ত ৬ জন গুরুতর জখম হয়েছেন৷ সোমবার সকালেও এলাকার পরিস্থিতি বেশ থমথমেই রয়েছে৷

[ আরও পড়ুন: নাম নেই অসমের এনআরসিতে, স্বামী-সংসার ছেড়ে ঘরে ফিরতে চায় এরাজ্যের মেয়েরা ]

প্রসঙ্গত, খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও তার পরিবারের বিরুদ্ধে জমি দখলের অভিযোগকে ঘিরে দীর্ঘদিন ধরেই উত্তপ্ত মহিষবাথান এলাকা৷ গ্রামবাসীদের অভিযোগ, প্রায় ৭০ বিঘা জমি দখল করে বিনোদন পার্ক তৈরি করতে চাইছে এই তৃণমূল নেতারা৷ যার প্রতিবাদে দফায় দফায় বিক্ষোভ দেখান গ্রামবাসীরা৷ উপপ্রধান গায়ত্রী সরকারের বাড়ির সামনে অবস্থান বিক্ষোভও করেন তারা। জেসিবি মেশিন দিয়ে পার্কের নির্মাণও ভেঙে দেন৷

The post কোচবিহারের খাগড়াবাড়িতে জমি রক্ষা কমিটির সদস্যকে মারধর, কাঠগড়ায় তৃণমূল নেতা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার