shono
Advertisement
Rajasthan Royals

আইপিএল শুরুর আগেই 'হার' আরসিবি'র, বিরাটদের 'নতুন ঘর' ছিনিয়ে নিল বৈভবরা!

দুই 'রয়্যালে'র লড়াইয়ে জিতল রাজস্থান।
Published By: Arpan DasPosted: 03:57 PM Jan 02, 2026Updated: 04:12 PM Jan 02, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘর বদলাচ্ছে রাজস্থান রয়্যালস। দীর্ঘদিন ধরে জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে খেলেছে রাজস্থান। তবে আগামী মরশুমে সেখানে খেলতে দেখা যাবে না বৈভব সূর্যবংশীদের। বরং তারা খেলবে পুণের এমসিএ স্টেডিয়ামে। এই স্টেডিয়ামে খেলার লড়াইয়ে ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে সেই লড়াইয়ে জিতল আরেক 'রয়্যাল'।

Advertisement

রাজস্থান ক্রিকেট সংস্থার সঙ্গে তাদের দীর্ঘদিন মতবিরোধ চলছে। জানা গিয়েছিল, সেটার জেরে জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে নাও খেলতে পারেন যশস্বী জয়সওয়ালরা। একটা সম্ভাবনা ছিল যে, আগামী মরশুমে গুয়াহাটিতে খেলতে পারে রাজস্থান। এমনিতেও প্রতি বছর কয়েকটি ম্যাচ গুয়াহাটিতেই খেলেন রিয়ান পরাগরা। তবে গুয়াহাটি নয়, রাজস্থান কর্তৃপক্ষ বেছে নিয়েছে পুণেকে।

তবে 'মতবিরোধ' নয়, রাজস্থানের সোয়াই মান সিং স্টেডিয়াম ছাড়ার মূল কারণ নিরাপত্তা। একটি স্টেডিয়ামের নিরাপত্তা সংক্রান্ত যে নিয়মগুলো রয়েছে, তা পালনে ব্যর্থ এই স্টেডিয়াম। বিশেষ করে প্রস্থান পথে একাধিক সমস্যা রয়েছে। তাছাড়া রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে এই নিয়ে বিশেষ কোনও পদক্ষেপও নেওয়া হয়নি। অথচ আদালত থেকে পরিস্থিতির উন্নতির জন্য একজন প্রশাসককে নিয়োগ করতে বলা হয়েছিল।

একই সমস্যা আরসিবি'র সঙ্গে। চলতি বছর বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই বিপাকে চিন্নাস্বামী। দলের সেলিব্রেশনের সময় স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়। স্টেডিয়ামের নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। মহিলাদের বিশ্বকাপের ম্যাচও চিন্নাস্বামী থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এমনকী টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনও ম্যাচও দেওয়া হয়নি। যদি শেষ পর্যন্ত চিন্নাস্বামীতে না খেলতে পারে, তাহলে পুনেতে ম্যাচ করতে চেয়েছিল আরসিবি। কিন্তু সেক্ষেত্রে বাজিমাত করে গেল রাজস্থান রয়্যালস।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ঘর বদলাচ্ছে রাজস্থান রয়্যালস। দীর্ঘদিন ধরে জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে খেলেছে রাজস্থান।
  • তবে আগামী মরশুমে সেখানে খেলতে দেখা যাবে না রবীন্দ্র জাদেজাদের।
  • বরং তাঁরা খেলবেন পুনের এমসিএ স্টেডিয়ামে। এই স্টেডিয়ামে খেলার লড়াইয়ে ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
Advertisement