shono
Advertisement

প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ, খড়গপুরে ভোট প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে দিলীপ ঘোষ

একাধিক সমস্যা সমাধানের আশ্বাস দিলেও তা পূরণ করেননি বলেই অভিযোগ বিক্ষোভকারীদের। The post প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ, খড়গপুরে ভোট প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে দিলীপ ঘোষ appeared first on Sangbad Pratidin.
Posted: 07:54 PM Nov 17, 2019Updated: 07:55 PM Nov 17, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খড়গপুর উপনির্বাচনের প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ব্যবসায়ীরা অভিযোগ করেন, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের আগে একাধিক প্রতিশ্রুতি দিলেও তা পূরণ করেননি দিলীপবাবু। যদিও এ বিষয়ে সাংসদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Advertisement

সূত্রের খবর, রবিবার খড়গপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে গোলবাজার এলাকায় যান রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। বাজার এলাকায় পৌঁছতেই ক্ষোভের মুখে পড়েন তিনি। ব্যবসায়ীদের একাংশ দাবি করেন যে, ২০১৬ সালে বিধানসভা নির্বাচনের সময় তাঁরা একাধিক সমস্যার কথা দিলীপ বাবুকে জানিয়েছিলেন। তার মধ্যে ছিল জলের সমস্যা, বিদ্যুতের সমস্যা। এমনকী রেলের তরফে ওই ব্যবসায়ীদের উপর জোর জুলুম করা হচ্ছে এমন অভিযোগও তুলেছিলেন ব্যবসায়ীরা। গোটা ঘটনা জানার পর দ্রুতই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন দিলীপবাবু। কিন্তু তারপর দীর্ঘদিন পেরিয়েছে। ২০১৯ এর লোকসভা নির্বাচনে সাংসদ হয়েছেন দিলীপবাবু। কিন্তু ব্যবসায়ীদের সমস্যার কোনও সমাধান হয়নি।

[আরও পড়ুন: গ্রামে ফিরলেন কুলগামে জঙ্গিহানায় গুলিবিদ্ধ জহিরুদ্দিন, স্বস্তিতে পরিবার]

ব্যবসায়ীদের কথায়, পূর্বের প্রতিশ্রুতিই পূরণ হয়নি। কিভাবে ফের আস্থা রাখব? সেই সঙ্গে কেন্দ্রের ডিজিটালাইজেশনের বিরোধিতায়ও সরব হন তাঁরা। প্রশ্ন তোলেন, “মানুষ জল পাচ্ছে না, কীভাবে ডিজিটাল হবে ভারত?” বেশ কিছুক্ষণ পর স্বাভাবিক হয় পরিস্থিতি। তবে এদিনের বিক্ষোভের জেরে উপনির্বাচনের ফলাফল নিয়ে কিছুটা হলেও চিন্তার ভাঁজ পড়েছে বিজেপি নেতৃত্বের কপালে।

[আরও পড়ুন: সন্ধে নামলেই অটোচালকদের দৌরাত্ম্য, বাড়তি ভাড়ার দাবিতে অতিষ্ঠ দুর্গাপুরবাসী]

The post প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ, খড়গপুরে ভোট প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে দিলীপ ঘোষ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement