shono
Advertisement
Locals blockade train

ওভারহেড তারে কলাপাতা, লাইনে স্লিপার, শিয়ালদহের দক্ষিণ শাখায় রেল অবরোধ চলছেই

ট্রেনে বগির সংখ্যা বাড়ানো এবং দু'টি ট্রেনের মধ্যেসময়ের ব্যবধান কমানোর দাবিতে অবরোধ।
Published By: Paramita PaulPosted: 09:06 AM Apr 17, 2025Updated: 10:04 AM Apr 17, 2025

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: বুধবারের পর ফের বৃহস্পতিবার। সকাল থেকেই শিয়ালদহ দক্ষিণ শাখায় রেল অবরোধ। যার জেরে ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। অভিযোগ, ট্রেনে মহিলা কামরা বাড়ানো হলেও মোট কামরার সংখ্যা বাড়েনি। যার জেরে সমস্যায় পড়ছেন পুরুষ যাত্রীরা। উল্লেখ্য, বুধবার নামখানা-লক্ষ্মীকান্তপুর লাইনে বুধবার রেল অবরোধ করেছিলেন স্থানীয়রা। 

Advertisement

 

 

শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেনে মহিলা কামরা সংখ্যা বাড়ানো হয়েছে। অথচ মোট কামরার সংখ্যা বাড়েনি। অভিযোগ, তার ফলে নিত্যযাত্রীদের চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে। ব্যস্ত সময়ে ভিড় ট্রেনে ভুল করে কেউ মহিলা কামরায় উঠে পড়লে হেনস্তার শিকার হতে হচ্ছে পুরুষদের। তাই ট্রেনে বগির সংখ্যা বাড়ানো এবং দু'টি ট্রেনের মধ্যে সময়ের ব্যবধান কমানোর দাবিতে এদিন সকাল থেকে ডায়মন্ড হারবার-শিয়ালদহ লাইনের উত্তর রাধানগর স্টেশনে বিক্ষোভ শুরু করেন যাত্রী। ফলে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল স্তব্ধ

 

 

এদিন সকাল আনুমানিক ছ'টা থেকে শিয়ালদহের দক্ষিণ শাখায় ডায়মন্ড হারবার লাইনে রেল অবরোধ করে বিক্ষোভ দেখান নিত্যযাত্রীরা। রেল অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশের আধিকারিক। কিন্তু এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। রেল অবরোধের জেরে মগরাহাট, হোটর, উত্তর রাধানগর-সহ একাধিক জায়গায় দাঁড়িয়ে রয়েছে আপ ও ডাউনের ট্রেন। 

উত্তর রাধানগর স্টেশনে অবরোধ ওঠে সাড়ে ন'টা নাগাদ। কিন্তু ধামুয়া স্টেশনে ওভারহেড তারে প্রচুর কলাপাতা ফেলার জন্য ফের ট্রেন চলাচলের বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ৯টা ৩৭ মিনিটে ডায়মন্ড হারবার স্টেশন থেকে ট্রেন ছাড়ার কথা ঘোষণা করা হলেও সেটা ছাড়েনি। উত্তর রাধানগর স্টেশনে অবরোধ উঠলেও  পৌনে দশটা নাগাদ মগরাহাট, হোটর স্টেশনে নতুন করে অবরোধ শুরু হয়েছে। রেল লাইনের ওপর কংক্রিটের স্লিপার ফেলে অবরোধ চলছে। তবে স্থানীয় বাসিন্দা ও নিত্যযাত্রীরাই রেল আধিকারিকদের সঙ্গে থেকে ওই স্লিপার তোলার কাজ করছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সকাল থেকেই শিয়ালদহ দক্ষিণ শাখায় রেল অবরোধ।
  • যার জেরে ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা।
  • অভিযোগ, ট্রেনে মহিলা কামরা বাড়ানো হলেও মোট কামরার সংখ্যা বাড়েনি।
Advertisement