shono
Advertisement

Mahalaya 2023: মহালয়ার ভোরে তর্পণের ভিড়, ঘাটে ঘাটে কড়া নিরাপত্তার বন্দোবস্ত

পিতৃপুরুষের উদ্দেশ্যে রাজ্যের বিভিন্ন ঘাটে ঘাটে তর্পণের ভিড়।
Posted: 11:25 AM Oct 14, 2023Updated: 12:30 PM Oct 14, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহালয়া থেকেই বাঙালির পুজো শুরু। পিতৃপক্ষের অবসান, মাতৃপক্ষের সূচনা। মহালয়ার ভোর মানে মহিষাসুরমর্দিনী ছাড়া যেন কিছু ভাবাই যায় না। আর তার সঙ্গে তর্পণ। পিতৃপুরুষের উদ্দেশ্যে রাজ্যের বিভিন্ন ঘাটে ঘাটে তর্পণের ভিড়। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘাটগুলিতে কড়া নিরাপত্তার বন্দোবস্ত।

Advertisement

মহালয়ায় হুগলির বৈদ্যবাটির শেওড়াফুলি ছাতুগঞ্জে তর্পণ করলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। সঙ্গে ছিলেন হরিপালের বিধায়ক ডঃ করবী মান্না, বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো, প্রাক্তন সিআইসি মেম্বার নমিতা মাহাতো-সহ অনেকেই।

মহালয়ার সকালে দক্ষিণেশ্বর মন্দির লাগোয়া গঙ্গার ঘাটেও তর্পণের ভিড়। গঙ্গাস্নান সেরে পুজোও দেন অনেকেই। প্রতি বছরের মতো এবারও অগণিত ভক্ত ভিড় জমান মন্দির চত্বরে।

[আরও পড়ুন: দাউদাউ করে জ্বলছে ভোজ্য তেলের গুদাম, আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা]

বালুরঘাটের আত্রেয়ী নদীতেও তর্পণের ভিড়। বহু মানুষ ভিড় জমান ঘাটে। 

ঘাটে ঘাটে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। 

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: পুজোর মুখে সোনারপুরে ফের সোনার দোকানে ডাকাতি, শূন্যে গুলি দু্ষ্কৃতীদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার